এক্সপ্লোর
Science News: রাতের আকাশে লাল-নীল-হলুদের রংমশাল, নবজাতক নক্ষত্রদের জমকালো নার্সারি, ছবি দেখাল নাসা
Space News: আলোয় উদ্ভাসিত ধুলোর মেঘ। তার গর্ভেই জন্ম নক্ষত্রের. রো ওফিউচির নজরকাড়া রূপ সামনে আনল নাসা।
ছবি: নাসা।
1/10

নামে শূন্য থাকলেও, আসলে মণিমুক্তোয় ঠাসা। তাই মহাশূন্যের সঙ্গে পরিচিতি যত বাড়ে, বিস্ময় জাগে ততই। বয়স বাড়লেও সেই ঘোর কাটে না। মহাজাগতিক সবকিছুকে ঘিরে ভাললাগা রয়েছে যাঁদের, সেই ভাললাগাকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দিল সম্প্রতি তোলা একটি ছবি।
2/10

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবিটি রো ওফিউচি নার্সারির। ২০২২ সালের জুলাই মাসেই মহাকাশ বিজ্ঞান নিয়ে অনুসন্ধানের কাজ শুরু করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। তার বর্ষপূর্তিতে নয়া ছবিটি প্রকাশ করেছে নাসা, যা দেখে কার্যতই থ গোটা বিশ্ব।
Published at : 13 Jul 2023 05:40 AM (IST)
আরও দেখুন






















