এক্সপ্লোর
Ocean Colour: সবুজ থেকে নীল রং ধারণ, আগামীতে বেগুনি হয়ে যেতে পারে সাগর-মহাসাগর
Science News: বাকি সবকিছুর মতো সাগর-মহাসাগরের রংও পরিবর্তনশীল। জানালেন বিজ্ঞানীরা। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

চিরকাল কিছুই এক থাকে না। সময়ের মতো সবকিছুই পরিবর্তনশীল। একই ভাবে কথা প্রযোজ্য পৃথিবীর বুক চিরে বয়ে যাওয়া সাগর-মহাসাগরের ক্ষেত্রেও।
2/10

বিজ্ঞানীরা জানিয়েছেন, গোড়া থেকেই সমুদ্রের জল নীল ছিল না। বরং একেবারে গোড়ার দিকে সমুদ্রের রং ছিল সবুজ। এখন নীল জল চোখে পড়লেও, আগামীতেও সাগর-মহাসাগরের রং পাল্টে যাবে বলে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
Published at : 29 Jun 2025 09:56 PM (IST)
আরও দেখুন






















