এক্সপ্লোর
Odysseus on Moon: ইতিহাস গড়েও হল না প্রত্যাশাপূরণ, চাঁদের মাটিতে দেহ রাখতে চলেছে আমেরিকার চন্দ্রযান
Science News: প্রহর গোনা শুরু। ছবি: Intuitive Machines.
ছবি: NASA.
1/10

৫০ বছর পর ফের চাঁদের মাটি ছুঁলেও, আগের সাফল্য ধরে রাখতে পারল না আমেরিকা। চাঁদের মাটিতে কাত হয়ে পড়া তাদের চন্দ্রযানের আয়ু শেষ হতে চলেছে। ছবি: Intuitive Machines.
2/10

আমেরিকার বেসরকারি সংস্থা Intuitive Machines সম্প্রতি Odysseus বা Nova-C চন্দ্রযানের উৎক্ষেপণ করে।আমেরিকার সময় অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধে ৬টা বেজে ২৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে Nova-C. অবতরণের কিছু মুহূর্ত আগেই সমস্যা দেখা দেয়। রেডিও সংযোগ স্থাপন করতে সময় লাগে বেশ কয়েক মিনিট। শেষ পর্যন্ত চাঁদের মাটি ছুঁতে সফল হয় Nova-C. ছবি: Intuitive Machines.
Published at : 27 Feb 2024 10:57 PM (IST)
আরও দেখুন






















