এক্সপ্লোর
Science News: পৃথিবীর অন্তঃস্থলের গঠন কেমন, ভুল ধরিয়ে দিল ভূমিকম্পই!
Earth Core: পৃথিবীর অন্তঃস্থলের গঠন কেমন। ভূমিকম্পই ধরিয়ে দিল! দাবি উঠল গবেষণায়। ছবি: পিক্সাবে, ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

মহাশূন্যে প্রাণের খোঁজ চলছে যেমন, মাটির নিচের জগৎ নিয়েও উৎসাহে খামতি নেই। ভূগর্ভের গভীর গহনে তরল লাভার স্রোত বয়ে চলেছে বলেই এতদিন মত ছিল বিজ্ঞানীদের।
2/10

কিন্তু একের পর এক ভূমিকম্পই সেই ধারণা বদলে দিল এ বার। তরল লাভা নয়, বরং পৃথিবীর অন্তঃস্থলে লোহা এবং নিকেলের মিশ্রণে তৈরি, ৭২৫ কিলোমিটার চওড়া একটি গোলক রয়েছে বলে উঠল দাবি।
Published at : 26 Feb 2023 09:10 PM (IST)
আরও দেখুন






















