এক্সপ্লোর
Halley's Comet: জন্ম-মৃত্যু, দুই-ই জড়িয়ে, হ্যালির ধূমকেতুর সঙ্গে অদ্ভুত মহাজাগতিক সংযোগ এই সাহিত্যিকের
Mark Twain: নিজের শেষ নিজে বুঝতে পেরেছিলেন মার্ক টোয়েন? -ফাইল চিত্র।
-ফাইল চিত্র।
1/10

গ্রহ-নক্ষত্রের অবস্থান বিচার করে জ্যোতিষীরা ভবিষ্যৎ বলে দিতে পারেন বলে বিশ্বাস করেন অনেকেই। কিন্তু কিংবদন্তি সাহিত্যিক অনেক আগেই নিজের ভবিষ্যৎ বলে দিতে পেরেছিলেন। হাওয়ায় ভাসিয়ে দেওয়া তত্ত্ব নয়, একেবারে মহাজাগতিক ঘটনার সঙ্গে জুড়ে দিয়েছিলেন তিনি, যা অক্ষরে অক্ষরে ফলেও গিয়েছিল।
2/10

ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করেন যাঁরা, মার্ক টোয়েনের সম্পর্ক তাঁরা সকলেই অবহিত। আসল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স হলেও, ছদ্মনাম মার্ক টোয়েন হিসেবেই পরিচিত এবং জনপ্রিয় তিনি। তাঁকে আমেরিকার সাহিত্যের জনকও বলা হয়। আর এই মার্ক টোয়েন এবং হ্যালির ধূমকেতুর মধ্যে অদ্ভুত মহাজাগতিক সংযোগ খুঁজে পাওয়া যায়।
Published at : 26 Aug 2025 10:24 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















