এক্সপ্লোর
'আরে ওখানে তোর প্রেমিকা দাঁড়িয়ে নেই', শ্রীসন্থকে বলেছিলেন ধোনি, আর কী মজার মন্তব্য করতেন উইকেটের পিছন থেকে, দেখুন ছবিতে
1/5

২০১২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে টেস্টে ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন পেসার ইশান্ত শর্মা। ধোনি তাঁকে ডেকে বলেন, ‘অগর চৌকা গয়া তো মেরা রিস্ক হ্যায়। তু বিন্দাস ডাল। তুঝে অগর এক ফিল্ডার অউর চাহিয়ে তো ম্যায় বুলা লুঙ্গা। মুঝে কোয়ি প্রবলেম নহী হ্যায়।’ সেদিন বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ইশান্ত। ওই স্পেলেই নিয়েছিলেন ৩ উইকেট।
2/5

২০১৪ সালে একটি টেস্ট ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ক্রিজে ব্রেন্ডন ম্যাকালাম আর বি জে ওয়াটলিং। বল করছিলেন রবীন্দ্র জাডেজা। প্রচুর রান বেরিয়ে যাচ্ছিল। ধোনি স্টাম্পসের পিছন থেকে বলে ওঠেন, ‘জাড্ডু থোড়া অফ মে ডাল। পূজারা কো উধর তালি বাজানে নহী রাখা হ্যায়।’ যার অর্থ, অফস্টাম্পে বল কর। পূজারাকে আমি হাততালি দেওয়ার জন্য ওখানে ফিল্ডিংয়ে রাখিনি। আর একবার জাডেজার বোলিং দেখে ধারাভাষ্যকারদের নকল করে ধোনি বলেছিলেন, ‘ভরপুর বোলিং কা প্রদর্শন করতে হুয়ে রবীন্দ্র জাডেজা।’
Published at :
আরও দেখুন






















