সাদা পায়জামা-পাঞ্জাবি পরেছিলেন সৌরভ। তাঁর সঙ্গে ডালমিয়ার বাড়িতে পুজোর আড্ডায় হাজির ছিলেন সিএবি-র একাধিক কর্তা ও বাংলার কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। সকলের সঙ্গে খোশমেজাজে গল্প করতে দেখা যায় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককে।
2/6
প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক এখন সিএবি প্রেসিডেন্ট। সৌরভেরই স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর সিএবি-র মসনদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সৌরভ। রবিবার দুজনকে পাওয়া গেল আড্ডার মেজাজে।
3/6
দুর্গাপুজোয় কলকাতায় থাকা মানেই সৌরভ বাড়ির পাশে বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোমণ্ডপে সময় কাটান। ঢাক বাজানো থেকে শুরু করে বিসর্জনে নাচ, সবরকম মেজাজেই দেখা যায় মহারাজকে। তবে করোনা আবহে সতর্ক সৌরভ। ভিড় বা জনসমাগম এড়িয়ে চলছেন। বাংলার প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে ডালমিয়ার বাড়িতে।
4/6
সৌরভের সঙ্গে ১০ নম্বর আলিপুর রোডে গিয়েছিলেন তাঁর দাদা তথা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। বৈশালী ডালমিয়ার সঙ্গে দুই ভাই ছবি তুললেন।
5/6
করোনা আবহে আইপিএলের ভবিষ্যৎ এক সময় অনিশ্চিত ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় তৎপর হয়ে ওঠেন সৌরভ। তাঁরই উদ্যোগে ছক ভেঙে শেষ পর্যন্ত ১৯ সেপ্টেম্বর শুরু হয়েছে টুর্নামেন্ট। সৌরভ নিজে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে টুর্নামেন্ট আয়োজনের খুঁটিনাটি খতিয়ে দেখেছেন। তবে পুজোয় তিনি কলকাতায় ফিরেছেন।
6/6
মহানবমীর দিন সৌরভ গঙ্গোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন ১০ নম্বর আলিপুর রোডে। যে বাড়ির সঙ্গে তাঁর নিবিড় যোগ। কারণ, এটা সিএবি, ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি-র প্রাক্তন প্রধান, প্রয়াত জগমোহন ডালমিয়ার বাড়ি।