এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Kohli Dhawan Rift: কোহলির সঙ্গে এমন কী হয়েছিল যে জাতীয় দল থেকে বাদ পড়তে হয় ধবনকে?
Shikhar Dhawan Retirement: সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শিখর। আইসিসি টুর্নামেন্টে যাঁর সাফল্যের জন্য যাঁকে মিস্টার আইসিসি বলে ডাকা হয়।
কেমন ছিল কোহলি-ধবন সম্পর্ক? - পিটিআই
1/10

বিরাট কোহলি ও শিখর ধবন। দুজনই দিল্লির ক্রিকেটার।
2/10

দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেই দুজনের জাতীয় দলে সুযোগ করে নেওয়া। একটা সময় কোহলি ও ধবনের ঘনিষ্ঠতা ছিল সর্বজনবিদিত।
3/10

এমনকী, বিয়ের পর দুজন মিলে সপরিবার ছুটি কাটাতে গিয়েছিলেন। বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ধবনের প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সম্পর্কও ছিল ভাল।
4/10

কিন্তু পরে নাকি দুই স্ত্রীর মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। এমনকী, একবার নাকি হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল।
5/10

শোনা যায়, ভিআইপি বক্সে একসঙ্গে বসে খেলা দেখার সময় একবার আয়েশাকে দুটি বিয়ে নিয়ে খোঁচা দিয়েছিলেন অনুষ্কা শর্মা। বিষয়টি ভালভাবে নেননি শিখরের প্রাক্তন স্ত্রী। যিনি প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শিখরকে বিয়ে করেন।
6/10

সেই সময় ভারতীয় টিম মিটিংয়ে অনুষ্কার উপস্থিতি ও ভারতীয় ক্রিকেট দলে বিরাট-পত্নীর নাক গলানো নিয়ে প্রশ্ন তোলেন আয়েশা।
7/10

তারপরই জাতীয় দল থেকে বাদ পড়েন শিখর ধবন। অনেকের জল্পনা, অনুষ্কার সঙ্গে আয়েশার ঝামেলার জেরেই নাকি শিখরকে বাদ দিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক কোহলি।
8/10

সেই সময় ভারতীয় শিবির দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল বলেও শোনা যায়। অজিঙ্ক রাহানে, রোহিত শর্মাদের মতো একটা বড় অংশ শিখরের পাশে দাঁড়িয়েছিলেন বলেই খবর।
9/10

কোহলির নেতৃত্ব নিয়ে নাকি সেই সময় থেকেই দলের ভেতর অস্থিরতা তৈরি হয়। ধবনের কেরিয়ারেও প্রত্যক্ষ প্রভাব পড়েছিল।
10/10

সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শিখর। আইসিসি টুর্নামেন্টে যাঁর সাফল্যের জন্য যাঁকে মিস্টার আইসিসি বলে ডাকা হয়। ছবি - পিটিআই ও গেটি ইমেজেস
Published at : 26 Aug 2024 09:04 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























