এক্সপ্লোর
CWG 2022: বাবার মৃত্যুর পর জরির কাজও করতে হয়েছে সোনাজয়ী অচিন্ত্যকে
Achintya Sheuli: অচিন্ত্য শিউলি। হাওড়ার দেউলপুরের অ্যাথলিট কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়েছেন। ভারোত্তোলনে ৭৩ কেজি বিভাগে জিতেছেন সোনা। ৩১৩ কেজি ওজন তুলে গড়েছেন রেকর্ড।
Achintya Sheuli
1/10

অচিন্ত্য শিউলি (Achintya Sheuli)। হাওড়ার দেউলপুরের অ্যাথলিট কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ইতিহাস গড়েছেন। ভারোত্তোলনে ৭৩ কেজি বিভাগে জিতেছেন সোনা। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩১৩ কেজি ওজন তুলে গড়েছেন রেকর্ড।
2/10

অচিন্ত্যর সাফল্যের দিন তাঁর দাদা, কোচ ও বন্ধুদের মনে পড়ে যাচ্ছে সংগ্রামের সেই দিনগুলির কথা। যখন বাবার শেষকৃত্য সারতে লোকের কাছে হাত পাততে হয়েছিল অচিন্ত্যকে। সুষম খাবার ছিল অলীক কল্পনা। সামান্য খাবার জোগাড়ের জন্য ধান বইতে হয়েছে, করতে হয়েছে জরির কাজও।
Published at : 01 Aug 2022 12:00 PM (IST)
আরও দেখুন






















