এক্সপ্লোর
Mohun Bagan SG Vs Punjab FC: ডুরান্ড কাপে বাংলার একমাত্র প্রদীপ হয়ে জ্বলে রইল মোহনবাগান
Durand Cup: ৯০ মিনিটের মধ্যে ম্যাচের ফয়সালা না হওয়ায় তা গড়ায় টাইব্রেকারে। সাডেন ডেথে ৬-৫ গোলে জেতে মোহনবাগান।
সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। - ডুরান্ড কাপের এক্স হ্যান্ডল থেকে নেওয়া ছবি
1/10

গতবার ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবারও খেতাব জয়ের অন্যতম দাবিদার সবুজ-মেরুন শিবির।
2/10

জামশেদপুরে শুক্রবার ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে যখন পিছিয়ে ছিল মোহনবাগান (Mohun Bagan SG vs Punjab FC), অনেকেই অশনি সংকেত দেখেছিলেন।
3/10

কিক অফের পর ১৭ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় পাঞ্জাব। লুকা মাজসেনের পাস ধরে আক্রমণে যান বিনীত রাই।
4/10

তাঁকে বক্সের মধ্যে ফাউল করেন মোহনবাগান ডিফেন্ডার অ্যালবার্তো। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মাজসেন। মোহনবাগান পিছিয়ে পড়ে।
5/10

প্রথমার্ধের একেবারে শেষ দিকে ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
6/10

দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর। ৬৩ মিনিটে ম্য়াচে সমতা ফেরায় পাঞ্জাব। গোল করেন ভিদাল।
7/10

৭১ মিনিটে ফের গোল ভিদালের। পাঞ্জাব এগিয়ে যায় ৩-২ গোলে।
8/10

৭৯ মিনিটে ফের মোহনবাগান সমতায় ফেরে। গোল করেন জেসন কামিংস।
9/10

৯০ মিনিটের মধ্যে ম্যাচের ফয়সালা না হওয়ায় তা গড়ায় টাইব্রেকারে। সাডেন ডেথে ৬-৫ গোলে জেতে মোহনবাগান।
10/10

সেমিফাইনালে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি। ডুরান্ড কাপে বাংলার একমাত্র প্রদীপ হিসাবে টিকে রইল গতবারের চ্যাম্পিয়নরাই। ছবি - ডুরান্ড কাপের এক্স হ্যান্ডল থেকে নেওয়া
Published at : 23 Aug 2024 10:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















