Ind vs NZ: দারুণভাবে ম্যাচে ফিরল ভারত, এখান থেকে জয় সম্ভব?
By : abp ananda | Updated at : 27 Nov 2021 09:09 PM (IST)
AksharPatel3
1/10
নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে ১৫১ রান উঠে যাওয়ার পর অনেকেই প্রমাদ গুনেছিলেন। ভেবেছিলেন, ভারতের মাটিতে ভারতকেই না টেস্টে হারিয়ে দেয় নিউজিল্যান্ড (Ind vs NZ)।
2/10
পেসাররা নির্বিষ। এমনকী, তিন স্পিনার নিয়ে নামার পরেও প্রতিপক্ষকে সামান্যতম চাপেও ফেলা যায়নি ততক্ষণ। বরং পাল্টা চাপে পড়ে গিয়েছেন ভারতীয় বোলাররাই।
3/10
সেখান থেকেই প্রত্যাঘাত করলেন ভারতীয় স্পিনাররা। প্রবল চাপের সঙ্গে লড়াই করে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ২৯৬ রানে অল আউট করে দিল ভারত।
4/10
প্রথম ইনিংসে ৪৯ রানের মহার্ঘ্য লিড আদায় করে নিল।
5/10
ভারতের সেই পাল্টা লড়াইয়ে নেতৃত্ব দিলেন স্পিনাররা। শুরুটা করেছিলেন আর অশ্বিন (R Ashwin)। কোচ রাহুল দ্রাবিড় জমানায় যাঁর কার্যত পুনর্জন্ম হয়েছে। কিউয়ি ওপেনিং জুটি ভাঙলেন। শেষ পর্যন্ত ৮২ রানে তিন উইকেট নিলেন তামিলনাড়ুর তারকা অফস্পিনার।
6/10
ফের টেস্টে উজ্জ্বল অক্ষর পটেল (Akshar Patel))। এই টেস্টে দুই বাঁহাতি স্পিনার খেলাচ্ছে ভারত। রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) সঙ্গে খেলানো হচ্ছে অক্ষরকে।
7/10
অধিনায়কের আস্থার মর্যাদা রাখলেন অক্ষর। ৬২ রানে ৫ উইকেট নিয়ে তিনিই ভারতীয়দের মধ্যে সেরা বোলার।
8/10
জাডেজাও নিলেন এক উইকেট। প্রতিপক্ষের দশ উইকেটের মধ্যে ৯টিই নিলেন স্পিনাররা।
9/10
জবাবে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শুরুতেই এক উইকেট হারিয়েছে ভারত। ৩ বলে মাত্র ১ রান করে কাইল জেমিসনের বলে ফিরে গিয়েছেন শুভমন গিল। ভারতের স্কোর ১৪/১। নিউজিল্যান্ডের চেয়ে ৬৩ রানে এগিয়ে ভারত।
10/10
এখান থেকে ভারতের ম্যাচ জয়ের সম্ভাবনাও রয়েছে। দ্বিতীয় ইনিংসে রবিবার, ম্যাচের চতুর্থ দিন সারাদিন ব্যাট করে তিনশো রানের লিড নিতে পারলে কে বলতে পারে সোমবার পঞ্চম দিনের পিচে কিউয়ি ইনিংসকে ফের ধ্বংস করবেন না অক্ষর-অশ্বিন-জাডেজারা? ছবি - বিসিসিআই