এক্সপ্লোর
KKR Update: নতুন ভূমিকায় প্রাক্তন অধিনায়ক, প্লে অফের আগে আত্মবিশ্বাসী নাইটরা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/c0e9d9a3845d875561f708655e4152c2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
DK
1/10
![মরসুমের মাঝ পথে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরিবর্তে অধিনায়ক করা হয়েছিল অইন মর্গ্যানকে (Eoin Morgan)।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/ae566253288191ce5d879e51dae1d8c34b60a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মরসুমের মাঝ পথে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরিবর্তে অধিনায়ক করা হয়েছিল অইন মর্গ্যানকে (Eoin Morgan)।
2/10
![তবে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) জন্য নতুন দায়িত্ব ঠিক করে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর সেটা হল, দলের হয়ে ইনিংস শেষ করার দায়িত্ব। ফিনিশারের কাজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/f3ccdd27d2000e3f9255a7e3e2c488009b6f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) জন্য নতুন দায়িত্ব ঠিক করে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর সেটা হল, দলের হয়ে ইনিংস শেষ করার দায়িত্ব। ফিনিশারের কাজ।
3/10
![দলের সহ অধিনায়কের যে ভূমিকায় খুশি কেকেআর টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে স্লগ ওভারে যেভাবে ম্যাচে ফারাক গড়ে দিচ্ছেন কার্তিক, তা নিয়ে তৃপ্ত টিম ম্যানেজমেন্ট।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/8cda81fc7ad906927144235dda5fdf15b27d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দলের সহ অধিনায়কের যে ভূমিকায় খুশি কেকেআর টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে স্লগ ওভারে যেভাবে ম্যাচে ফারাক গড়ে দিচ্ছেন কার্তিক, তা নিয়ে তৃপ্ত টিম ম্যানেজমেন্ট।
4/10
![অঙ্ক বলছে, ২০২০ সাল থেকে ধরলে, অর্থাৎ শেষ দুটি আইপিএলে ১৬ থেকে ২০ ওভারের মধ্যে কার্তিক ২২৩ রান করেছেন। ব্যাটিং গড় ১৭০.২৩।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/032b2cc936860b03048302d991c3498f6b216.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অঙ্ক বলছে, ২০২০ সাল থেকে ধরলে, অর্থাৎ শেষ দুটি আইপিএলে ১৬ থেকে ২০ ওভারের মধ্যে কার্তিক ২২৩ রান করেছেন। ব্যাটিং গড় ১৭০.২৩।
5/10
![প্রত্যেক একশো বলে ১৭০ রানেরও বেশি করেছেন ডিকে (সতীর্থদের মধ্যে এই নামেই পরিচিত কার্তিক। আইপিএলে তাঁর জার্সির পিছনেও জ্বলজ্বল করে ডিকে নাম)। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দুটি আইপিএলে ডেথ ওভারে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে রয়েছেন কার্তিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/799bad5a3b514f096e69bbc4a7896cd997c87.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রত্যেক একশো বলে ১৭০ রানেরও বেশি করেছেন ডিকে (সতীর্থদের মধ্যে এই নামেই পরিচিত কার্তিক। আইপিএলে তাঁর জার্সির পিছনেও জ্বলজ্বল করে ডিকে নাম)। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দুটি আইপিএলে ডেথ ওভারে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে রয়েছেন কার্তিক।
6/10
![অন্তত ৫০টি বল খেলেছেন, এরকম ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ব্যাটিং গড় কার্তিকের। ৪৪.৬০ গড় রেখে রান করে গিয়েছেন কার্তিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/156005c5baf40ff51a327f1c34f2975bba1d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্তত ৫০টি বল খেলেছেন, এরকম ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ব্যাটিং গড় কার্তিকের। ৪৪.৬০ গড় রেখে রান করে গিয়েছেন কার্তিক।
7/10
![বাঁহাতি পেসারদের বিরুদ্ধে বেশি নির্মম ৩৬ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার। বাঁহাতি পেসারদের বিরুদ্ধে কার্তিকের স্ট্রাইক রেট ১৮৩.০২।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/fe5df232cafa4c4e0f1a0294418e5660c4ad0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাঁহাতি পেসারদের বিরুদ্ধে বেশি নির্মম ৩৬ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার। বাঁহাতি পেসারদের বিরুদ্ধে কার্তিকের স্ট্রাইক রেট ১৮৩.০২।
8/10
![ডানহাতি পেসারদের বিরুদ্ধে কার্তিকের স্ট্রাইক রেট সামান্য কম। ১৬১.৫৪।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/18e2999891374a475d0687ca9f989d83365e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডানহাতি পেসারদের বিরুদ্ধে কার্তিকের স্ট্রাইক রেট সামান্য কম। ১৬১.৫৪।
9/10
![বাঁহাতি জোরে বোলারদের বিরুদ্ধে কার্তিকের ব্যাটিং গড় ৪৮.৫০। ডানহাতি পেসারদের বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড় ৪২।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/30e62fddc14c05988b44e7c02788e187e549f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাঁহাতি জোরে বোলারদের বিরুদ্ধে কার্তিকের ব্যাটিং গড় ৪৮.৫০। ডানহাতি পেসারদের বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড় ৪২।
10/10
![আইপিএলের পরেই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে দীনেশ কার্তিকের কাঁধে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তামিলনাড়ুর অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিককে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/d0096ec6c83575373e3a21d129ff8fef34d9d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আইপিএলের পরেই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে দীনেশ কার্তিকের কাঁধে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তামিলনাড়ুর অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিককে।
Published at : 10 Oct 2021 12:37 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)