এক্সপ্লোর
IPL Records: আইপিএলে ধোনির এই রেকর্ড আর কারও নেই
সকলের মধ্যে সেরা ধোনি।
1/10

তাঁর নেতৃত্বে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। উইকেটের পিছনেও অনন্য কীর্তি রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। আইপিএলে উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে বেশি শিকার মাহির। ১২৬টি ক্যাচ ও ৩৯টি স্টাম্পিং মিলিয়ে ১৬৫ শিকার রয়েছে ধোনির।
2/10

ধোনির পরেই রয়েছেন দীনেশ কার্তিক। ১২১টি ক্যাচ ও ৩২টি স্টাম্পিং সহ আইপিএলে ১৫৩ শিকার রয়েছে ডিকের।
3/10

তালিকায় অনেক পিছনে, তিন নম্বরে রবিন উথাপ্পা। তিনি নিয়মিত উইকেটকিপার নন। এবার সিএসকে-তে উইকেটকিপিং করছেন না। তবু ৯০টি শিকার রয়েছে উথাপ্পার ঝুলিতে।
4/10

তাঁর প্রায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন বাংলার ঋদ্ধিমান সাহা। আইপিএলে ৮৬টি শিকার রয়েছে তাঁর।
5/10

তালিকায় পাঁচ নম্বরে পার্থিব পটেল। ৬৫টি ক্যাচ ও ১৬ স্টাম্পিং সহ আইপিএলে মোট ৮১ শিকার রয়েছে পার্থিবের।
6/10

৭৫টি শিকার সহ তালিকায় ছ'নম্বরে রয়েছে নমন ওঝা।
7/10

অন্যদের তুলনায় আইপিএলে কম ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। তবে ৭২টি শিকার রয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের।
8/10

৬৮টি শিকার সহ তালিকায় আট নম্বরে কুইন্টন ডি'কক।
9/10

অ্যাডাম গিলক্রিস্ট আইপিএলে ৮০ ম্যাচ খেলে নিয়েছেন ৬৭টি শিকার।
10/10

ব্যাট হাতে রান পাচ্ছেন। সঞ্জু স্যামসনের গ্লাভসেও ৫৪টি শিকার জমা পড়েছিল।
Published at : 24 Apr 2022 11:17 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















