এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Paralympics 2024: 'আজ কি রাত....' তমন্না ভাটিয়ায় মুগ্ধ প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপ সিংহ
Navdeep Singh On Tamannaah Bhatia: সম্প্রতি শুভঙ্কর মিশ্রার একটি পডকাস্টে এসে বেশ মজাদার কথা বলেছেন নভদীপ। সেখানেই একটি মন্তব্য করেন নভদীপ। যা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তমন্না ও নভদীপ
1/9

নভদীপ সিংহ প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী অ্যাথলিট। ৪৬ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নভদীপ।
2/9

সম্প্রতি শুভঙ্কর মিশ্রার একটি পডকাস্টে এসে বেশ মজাদার কথা বলেছেন নভদীপ। সেখানেই একটি মন্তব্য করেন নভদীপ। যা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
3/9

শুভঙ্কর মিশ্রা জিজ্ঞাসা করেছিলেন যে নভদীপের পছন্দের অভিনেত্রী কে? তখন নভদীপ বলেন তমন্না ভাটিয়ার নাম।
4/9

সেই সময় শুভঙ্কর তমন্নার সাম্প্রতিক সময়ের জনপ্রিয় আইটেম সং আজ কি রাত...দেখেছেন কি না নভদীপ তা জিজ্ঞাসা করেন। তার উত্তরে নভদীপ বলেন, 'অবশ্যই দেখেছি।'
5/9

নভদীপকে তখন শুভঙ্কর বলেন যে তমন্নার বিশেষ বন্ধু বিজয় ভার্মার কথা। কিছুটা লজ্জা পেয়েই অবশেষে হেসে ফেলেন নভদীপ।
6/9

দেশে ফেরার পর নভদীপের মেডেল দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নিজে পাশে বসেন তিনি। নভদীপের মাথার টুপিটিও নিজে পড়েন।
7/9

তমন্না এই মুহূর্তে জনপ্রিয় একজন অভিনেত্রী। বলিউডে বহু বছর ধরে কাজ করছেন তিনি। সম্প্রতি স্ত্রী ২ ছবিতে আইটেম ড্যান্সে দেখা গিয়েছে তমন্নাকে।
8/9

তমন্না এই মুহূর্তে বলিউডের জনপ্রিয় অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে আছেন। দুজনেই এই বিষয়ে মিডিয়ার সামনে খোলাখুলি স্বীকারও করেছেন।
9/9

রুষদের এফ ৪১ বিভাগে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন নভদীপ। আগামীতে দেশের হয়ে আরও পদক আনতে বদ্ধপরিকর তিনি।
Published at : 16 Sep 2024 09:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























