৫২ বছর বয়সেই প্রয়াত হয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ছিলেন তিনি।
2/10
টেস্টে ৭০৫ উইকেটের মালিক ওয়ার্ন ২২ গজের বাইরেও ছিলেন এক অসাধারণ চরিত্র।
3/10
১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম হয়েছিল ওয়ার্নের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ১৯৯২ সালে। এরপরের বছরই অ্যাশেজে মাইক গ্যাটিংকে অভিনব বলে বোল্ড করে তাক লাগিয়ে দিয়েছিলেন।
4/10
সেই বলটি শতাব্দীর সেরা বল হিসেবে অ্যাখা দেওয়া হয়। বিশ্বের প্রথম স্পিনার হিসেবে টেস্টে সাতশো উইকেটের মালিক হয়েছিলেন তিনি।
5/10
খুব কম মানুষই জানেন যে শেন ওয়ার্নের দুই চোখের রঙই আলাদা। তার একটি চোখ নীল এবং অন্যটি সবুজ।
6/10
২০০৬ সালে ওয়ার্নের বিরুদ্ধে প্রায় হাজার জন মহিলার সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ ওঠে। যদিও পরে তা ওয়ার্ন অস্বীকার করেন।
7/10
ওয়ার্ন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নিজের ফাউন্ডেশন গড়ে তোলেন। গুরুতর অসুস্থ এবং দুর্বল শিশুদের জন্য কাজ করে সেই ফাউন্ডেশন।
8/10
১৯৯৫ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার পিচ সম্পর্কে এক বুকিকে জানানোর পর ভারি জরিমানাও করা হয়েছিল ওয়ার্নের ওপর।
9/10
হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে পর্যন্ত যথেষ্ট স্বাভাবিক ছিলেন শেন ওয়ার্ন। টিভি দেখেছিলেন, প্রাতরাশ করেছিলেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডাও মেরেছিলেন।
10/10
এক সূত্র মারফৎ জানা গিয়েছে যে, সেই আড্ডায় উঠে এসেছিল আইপিএল-এর কথাও। সম্প্রতি এক প্রতিবেদনে সে কথাই লিখেছেন মৃত্যু হওয়ার আগে ওয়ার্নের সঙ্গে থাকা তাঁর বন্ধু তথা সাংবাদিক টম হল।