এক্সপ্লোর
SRH vs RCB: কিংগ কোহলির সেঞ্চুরিতে জলে গেল ক্লাসেনের শতরান, তৈরি হল একাধিক রেকর্ড
Virat Kohli: সানরাইজার্সের বিরুদ্ধে ৬৩ বলে ১০০ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।
শতরান হাঁকিয়ে রাজীব গান্ধী স্টেডিয়াম মাতালেন ক্লাসেন ও কোহলি (ছবি: আইপিএল)
1/9

আরসিবির বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের শুরুটা খানিকটা দুঃস্বপ্নের মতোই হয়। সানরাইজার্সের দুই ওপেনারই ব্যর্থ হন।
2/9

একই ওভারে অভিষেক শর্মাকে ১১ ও রাহুল ত্রিপাঠীকে ১৫ রানে সাজঘরে ফেরান মাইকেল ব্রেসওয়েল।
3/9

২৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর সানরাইজার্সের হয়ে ক্লাসেন ও মারক্রাম ৯৬ রান যোগ করেন। এর মধ্যে মারক্রামের অবদান ছিল ২০ বলে ১৮ রান।
4/9

গোটা মরসুম জুড়েই বিধ্বংসী ফর্মে থাকা ক্লাসেন এদিনও ব্যাট হাতে জ্বলে উঠেন। নিজের আইপিএল কেরিয়ারের প্রথম শতরান হাঁকান তিনি।
5/9

ক্লাসেন ১০৪ রান করেন। ব্রুক তাঁকে যোগ্য সঙ্গ দেন। তিনি ১৯ বলে ২৭ রান করেন। ২০ ওভারে ১৮৬/৫ তোলে সানরাইজার্স।
6/9

জবাবে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। দুইজনে ওপেনিংয়েই ১৭২ রান যোগ করেন, যা হায়দরাবাদের ঘরের মাঠে তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ।
7/9

চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ফাফ ৪৭ বলে ৭১ রানের ইনিংস খেলেন।
8/9

৬২ বলে নিজের আইপিএল কেরিয়ারের ষষ্ঠতম শতরান হাঁকান বিরাট। ক্রিস গেলের সঙ্গে যুগ্মভাবে এটি সর্বোচ্চ। তবে শতরানের পরের বলেই কোহলি সাজঘরে ফেরেন।
9/9

শেষমেশ চার বল বাকি থাকতেই আরসিবি ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়। এই প্রথমবার আইপিএলে দুই দলের ব্যাটারই এক ম্যাচে শতরান হাঁকালেন। কোহলির দাপটে জলে গেল ক্লাসেনের চোখধাঁধানো ইনিংস।
Published at : 18 May 2023 11:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























