রোহিত শর্মা- তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ১৮৮ আইপিএল ম্যাচে একটি শতরান সহ তাঁর সংগ্রহ ৪৮৯৮ রান। রায়নার মতোই তাঁর ওভারবাউন্ডারির সংখ্যা ১৯৪। বাউন্ডারির সংখ্যা ৪৩১।
2/6
সুরেশ রায়না- চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার সুরেশ রায়না এবার আইপিএলে খেলছেন না। দলের সঙ্গে আমিরশাহিতে গেলেও দেশে ফিরে এসেছেন তিনি। আইপিএলে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী রায়না। ১৯৩ ম্যাচে তাঁর সংগ্রহ ৫৩৬৮ রান। তাঁর ওভার বাউন্ডারি ও বাউন্ডারির সংখ্যা কোহলির চেয়ে বেশি। তিনি ১৯৪ ছক্কা ও ৪৯৩ টি বাউন্ডারি হাঁকিয়েছেন। ২০১৩-তে একটি সেঞ্চুরিও করেছিলেন তিনি।
3/6
বিরাট কোহলি- তালিকার প্রথমেই রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি) অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেটের সব ধরনের ফরম্যাটেই বর্তমানে অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক। তাঁর ব্যাটের দাপট আইপিএলেও সমানভাবে দেখা গিয়েছে। আইপিএলে ১৭৭ ম্যাচে তাঁর মোট রান ৫৪১২। তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা ১৯১। বাউন্ডারি ৪৮০। পাঁচটি সেঞ্চুরি ও ৩৬ টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।
4/6
করোনাভাইরাস অতিমারীর কারণে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারতে নয়, অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। আগামীকাল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রয়োদশ আইপিএল। মরুদেশের আটটি দল আইপিএল ট্রফি জয়ের লক্ষ্য নামবে। এবার দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা। করোনাজনিত পরিস্থিতিতে অন্যান্য খেলার মতো ক্রিকেটও বেশ কিছুদিন বন্ধ ছিল। ইতিমধ্যেই ক্রিকেট সিরিজ শুরু হলেও আইপিএল নিয়ে দর্শকদের আগ্রহ অনেক বেশি। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টি ২০ টুর্নামেন্টে ব্যাট ও বলের জোরাল টক্কর দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। দুরন্ত পারফর্ম্যান্সের মাধ্যমে নজর কাড়েন তারকারা। এখন দেখে নেওয়া যাক-আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন কারা।
5/6
ডেভিড ওয়ার্নার- বাঁহাতি অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার রয়েছেন চতুর্থ স্থানে।আইপিএলে ১২৬ ম্যাচে তিনি করেছেন মোট ৪৭০৬ রান। তাঁর গড় ৪৩.১৭। রয়েছে চারটি শতরান। ১৮১ টি ছয় ও ৪৫৮ টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। তাঁর হাফসেঞ্চুরির সংখ্যা ৪৪।
6/6
শিখর ধবন- দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধবন আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান। ১৫৯ ম্যাচে ৯৬ টি ছয় ও ৫২৪ চার সহ তাঁর মোট রান ৪৫৭৯। হাফসেঞ্চুরির সংখ্যা ৩৭।