এক্সপ্লোর
FIFA World Cup 2022: চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারবেন না এই তারকারা
Qatar World Cup 2022: প্রাক্তন বিশ্বজয়ী থেকে তরুণ তারকা, একগুচ্ছ ফুটবলার কাতার বিশ্বকাপ থেকে চোটের জন্য ছিটকে গিয়েছেন।

কাতার বিশ্বকাপে নেই এই তারকারা (ছবি: কান্তের ট্যুইটার)
1/10

ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এনগোলো কান্তে। তবে তিনি কাতারে খেলতে পারবেন না।
2/10

পেশিতে চোটের জেরে অস্ত্রোপ্রচার করাতে হয়েছে কান্তেকে। তাই তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না।
3/10

নতুন ক্লাব এএস রোমার হয়ে অভিষেক ঘটানোর পর পরেই জর্জনিয়ো ওয়াইনালডম তোটের কবলে পড়েন।
4/10

নেদারল্যান্ডসের হয়ে তাই বিশ্বকাপে ওয়াইনালডমেরও মাঠে নামা হচ্ছে না।
5/10

বার্সালোনা তথা উরুগুয়ের তারকা ডিফেন্ডার রোনাল্ড আরাহুকেও বিশ্বকাপে খেলতে দেখা যাবে না।
6/10

উরুতে চোট পেয়ে অস্ত্রোপ্রচার করাতে হয়েছে আরাহুকে। তাই তিনি তিন মাস মাঠে নামতে পারবেন না।
7/10

ডিয়োগো জোটা গত সপ্তাহেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন।
8/10

পর্তুগিজ তারকা লিভারপুলের হয়ে ম্যান সিটির বিরুদ্ধে পেশিতে চোট পান। তাই তাঁর আর বিশ্বকাপ খেলা হচ্ছে না।
9/10

সব তারকাদের মধ্যে একমাত্র ইংল্যান্ডের রিস জেমসেরই বিশ্বকাপে খেলার হালকা সম্ভাবনা রয়েছে।
10/10

হাঁটুর চোটে কাবু জেমস। তবে জেমস বড়জোর বিশ্বকাপের একেবারে শেষের দিকে সুস্থ হতে পারেনছ। সত্যি বলতে সেই সম্ভাবনাও ক্ষীণ।
Published at : 22 Oct 2022 12:01 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
