Kolkata News:শহরে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, বেআইনি অস্ত্র কারবারের হটস্পট কলকাতা? প্রশ্ন বিভিন্ন মহলে
ABP Ananda Live: শহরে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, এবার আনন্দপুরে। অস্ত্র-সহ গ্রেফতার এক মহিলা সহ দুজন। উদ্ধার ১১টি আগ্নেয়াস্ত্র। বেআইনি অস্ত্র কারবারের হটস্পট কলকাতা? প্রশ্ন বিভিন্ন মহলে।
রামনবমীর এখনও এক সপ্তাহ বাকি, তার আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক চাপানউতোর
রামনবমীর এখনও এক সপ্তাহ বাকি। তার আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক চাপানউতোর। কেউ বলছেন, বাধা পেলে প্রতিরোধ এমনকী প্রতিশোধ হবে। কেউ বলছেন আস্ত্র মিছিলের কথা। বিজেপির রাজ্য সভাপতির দাবি, বাংলায় হিনদুদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আবার তৃণমূলের বিধায়ক সওকত মোল্লা বলছেন, বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে। কুণাল ঘোষ বলছেন, ধর্মকে পলিটিক্যাল ইভেন্টে পরিনত করতে গেলে পুলিশ বাধা দিতেই পারে। সবমিলিয়ে সুর সপ্তমে।




















