এক্সপ্লোর
Planet 9: মহাশূন্যে লুকোচুরি খেলা, ধরতে চাইছেন বিজ্ঞানীরা, কিন্তু পালিয়ে বেড়াচ্ছে ‘নবম গ্রহ’
Solar System: মহাশূন্যে থেকেও লুকোচুরি খেলছে নবম গ্রহ! অস্তিত্ূবের জানান দিলেও, তন্ন তন্ন করে খুঁজলেও নাগাল পাচ্ছেন না বিজ্ঞানীরা।
ছবি: পিক্সাবে।
1/10

পদে পদে অস্তিত্বের জানান দিচ্ছে। কিন্তু ধরতে গেলেই বেপাত্তা। আক্ষরিক অর্থেই মহাশূন্যে বিজ্ঞানীদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে ‘প্ল্যানেট ৯’। কার্যত লুকোচুরি খেলে বেড়াচ্ছে।
2/10

‘প্ল্যানেট ৯’ বলতে বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে থাকা নবম গ্রহ বলে অনুমান মহাকাশ বিজ্ঞানীদের। এখনও পর্যন্ত সেটিকে সরাসরি দেখা যায়নি। তবে মহাশূন্যে তার অস্তিত্ব টের পাওয়া গিয়েছে।
Published at : 16 Feb 2023 09:30 AM (IST)
আরও দেখুন






















