এক্সপ্লোর
Leonardo da Vinci: জন্মই হয়নি নিউটনের, ছিল না আপেল গাছও, ঢের আগেই সারসত্য বুঝেছিলেন দা ভিঞ্চি!
Key Aspects of Gravity: যিনি রাঁধেন, চুলও বাঁধেন। এই প্রবাদ খাটে লিওনার্দো দা ভিঞ্চির ক্ষেত্রে। ছবি আঁকা নয় শুধু, বিজ্ঞান গবেষণা থেকে স্থাপত্য, সবেতেি তুখোড় ছিলেন।
ছবি: পিক্সাবে।
1/9

প্লেগ তখন কাবু করে ফেলেছে ইংল্যান্ডকে। রক্ষা পেতে সব গুছিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। কিন্তু গ্রীষ্মের দাবদাহে ঘরবন্দি থাকা যায় কহাঁতক!
2/9

তাই গিয়ে বসেছিলেন বাগানের আপেল গাছের নিচে। ভাগ্যিস গিয়েছিলেন! তাতেই বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য উদঘাটিত হয়। গাছ থেকে খসে পড়া আপেল দেখে মাধ্যাকর্ষণ শক্তির সূত্র বাঁধেন আইজ্যাক নিউটন।
3/9

আজও মাধ্যাকর্ষণ সূত্রের জনক হিসেবে গোটা বিশ্বের কাছে প্রণম্য তিনি। কিন্তু আইজ্যাক নিউটনের ঢের আগেই মাধ্যাকর্ষণ শক্তির টের পেয়েছিলেন নাকি লিওনার্দো দা ভিঞ্চি! তাঁর আঁকাঝোঁকা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে।
4/9

চিত্রশিল্পী হিসেবেই মূলত ভিঞ্চিকে চেনে গোটা বিশ্ব। কিন্তু বিজ্ঞান গবেষণাতও নজির রেখে গিয়েছেন তিনি। মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে অনেক আগেই তাঁর মস্তিষ্কে বোঝাপড়া তৈরি হয়েছিল।
5/9

ভিঞ্চির কথা উঠলেই, সবার আগে ‘মোনালিসা’র কথা মনে পড়ে সকলের। ‘দ্য লাস্ট সাপার’, ‘ভিত্রুভিয়ান ম্যান’ও রয়েছে সেই তালিকায়। এমনকি হেলিকপ্টারের নকশাও কাগজ-পেন্সিলে ফুটিয়ে তুলেছিলেন তিনি। তাও আবার আজ থেকে প্রায় ৫০০ বছর আগে।
6/9

বাইসাইকেল, হেলিকপ্টার, ট্যাঙ্ক, এবং বিমানের নকশাও তৈরি করেন। তাঁর সৃষ্টির অধিকাংশই হারিয়ে গিয়েছে। তবে যেটুকু হাতে এসেছে, তা বিস্নয় জাগানোর জন্য় যথেষ্ট।
7/9

ভিঞ্চির এই গবেষণা এবং গ্যালিলিও গ্যালিলেইয়ের ‘দ্য ল অফ ফ্রি ফল’ (বাতাসমুক্ত স্থানে সব বস্তুর সমান গতিতে নিচে নেমে আসা এবং সমান ত্বরণ সৃষ্টি করা) তত্ত্বকে কাজে লাগিয়েই আরও পরে সমতা নীতি বাঁধেন অ্যালবার্ট আইনস্টাইন।
8/9

নিজের গবেষণা নিয়ে কতদূর এগিয়েছিলেন ভিঞ্চি, জানা নেই। তবে তাঁর চিন্তা-ভাবনা যে যুগের থেকে অনেক এগিয়ে ছিল, কত দূরদর্শী ছিলেন তিনি, সে ব্যাপারে নিশ্চিত বর্তমান যুগের বিজ্ঞানীরা।
9/9

বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী নন শুধু, স্থপতি, উদ্ভাবক, প্রকৌশলী, বিজ্ঞানী এবং অঙ্গব্যবচ্ছেদ বিশেষজ্ঞো ছিলেন ভিঞ্চি। নিজের শিক্ষক ছিলেন নিজেই। গোপন নোটবুকে লিখে রাখতেন সব আবিষ্কার, গবেষণার তত্ত্ব।
Published at : 16 Feb 2023 10:49 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















