এক্সপ্লোর
Samsung Galaxy F23 5G: দারুণ ক্যামেরার সঙ্গে দুর্দান্ত স্পেকস, দেখে নিন স্যামসাঙের নতুন এই ফোন
Samsung_Galaxy_F23_5G
1/10

Samsung Galaxy F23 5G: Samsung ভারতে তাদের নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এটি কোম্পানির সবচেয়ে সস্তা 5G ফোন। Samsung Galaxy F23 5G-এর বৈশিষ্ট্যের দিকে তাকালে, এতে রয়েছে একটি 6.6-ইঞ্চি ফুল HD ডিসপ্লে । স্ক্রিনের সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5।
2/10

ফোনটি যাতে ভালো পারফর্ম করে তা নিশ্চিত করতে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর দিয়েছে কোম্পানি। এছাড়াও ফোন 2টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
Published at : 11 Mar 2022 08:57 PM (IST)
আরও দেখুন






















