এক্সপ্লোর
Whatsapp Features: হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ইমোজিতে এবার নতুন ফিচার, কী কী সুবিধা পাওয়া যাবে?
Whatsapp: শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ২১টি নতুন ইমোজির রোল আউট শুরু করেছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে ফের আসছে নতুন ফিচার। এবারের ফিচারে কী কী সুবিধা পাওয়া যাবে একনজরে দেখে নেওয়া যাক।
2/10

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম হল হোয়াটসঅ্যাপ। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের বেশ জনপ্রিয় ফিচার হল বিভিন্ন ধরনের ইমোজি।
3/10

শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ২১টি নতুন ইমোজির রোল আউট শুরু করেছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য।
4/10

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, এই ২১টি নতুন ইমোজি পাঠানোর জন্য ইউজারদের কোনও নতুন ধরনের কিবোর্ড ডাউনলোড করার বা ব্যবহার করার প্রয়োজন নেই।
5/10

লেটেস্ট Unicode 15.0- তেই রয়েছে এই নতুন ২১টি ইমোজি যেগুলো হোয়াটসঅ্যাপের অফিশিয়াল কিবোর্ড থেকেই সরাসরি পাঠানো সম্ভব।
6/10

আগে এই ২১টি ইমোজি হোয়াটসঅ্যাপের অফিশিয়াল কিবোর্ডে দেখা যেত না কারণ সেগুলো নিয়ে কাজকর্ম চলছিল।
7/10

তবে সেক্ষেত্রে অন্য একটি কিবোর্ড ব্যবহার এইসব ইমোজি পাঠানো যেত। তবে নতুন পদ্ধতিতে এই জাতীয় সমস্যা আর থাকবে না।
8/10

হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে বারবার স্প্যাম কল আসে? আর বারংবার এই ঘটনায় তিতিবিরক্ত আপনি? তাহলে এবার আপনার জন্য আসছে সুখবর।
9/10

হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে অচেনা নম্বর থেকে আসা কল আগেভাগেই মিউট করার সুযোগ পাবেন ইউজাররা।
10/10

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম 'সাইলেন্স আননোন কলার'। এই ফিচারের সাহায্যে ইউজাররা সেভ না করা কিংবা অচেনা নম্বরের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কল মিউট করার সুবিধা পাবেন।
Published at : 11 Mar 2023 05:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খেলার
ব্যবসা-বাণিজ্যের
ইন্ডিয়া
খবর
Advertisement
ট্রেন্ডিং
