এক্সপ্লোর
Best Camera Phone 2021: এক নম্বরে iPhone 13 Pro Max, দেখে নিন ২০২১ সালের সেরা ক্যামেরা ফোনগুলি
Best Camera Phones 2021: কারা স্থান পেল প্রথম পাঁচে ?
1/8
![Best Camera Phone 2021: পিছিয়ে থাকেনি কোম্পানিগুলি। দুর্দান্ত সব স্মার্টফোন লঞ্চ হয়েছে এই বছরে। এই ফোনগুলির মধ্যে পাওয়ারফুল ক্যামেরার কারণে শিরোনামে এসেছে কিছু ফোন। দেখে নিন ২০২১ সালের এমনই কিছু সেরা ক্যামেরা ফোন।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Best Camera Phone 2021: পিছিয়ে থাকেনি কোম্পানিগুলি। দুর্দান্ত সব স্মার্টফোন লঞ্চ হয়েছে এই বছরে। এই ফোনগুলির মধ্যে পাওয়ারফুল ক্যামেরার কারণে শিরোনামে এসেছে কিছু ফোন। দেখে নিন ২০২১ সালের এমনই কিছু সেরা ক্যামেরা ফোন।
2/8
![iPhone 13 Pro / iPhone 13 Pro Max (iPhone 13 Pro / iPhone 13 Pro Max): আমরা যদি এই বছরের সেরা ক্যামেরা ফোনের কথা বলি, তাহলে এই ফোনটি রয়েছে 1 নম্বরে। এতে একটি নতুন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে যা ছবির জন্য 47% বেশি আলো ক্যাপচার করতে পারে। কোম্পানি 1.7um সেন্সর পিক্সেল ও f/1.6 অ্যাপারচার-সহ সেন্সর শিফট অপটিক্যাল স্ট্যাবিলাইজেশনও দিয়েছে এই ফোনে। এর নাইট মোড খুব দ্রুত কাজ করে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
iPhone 13 Pro / iPhone 13 Pro Max (iPhone 13 Pro / iPhone 13 Pro Max): আমরা যদি এই বছরের সেরা ক্যামেরা ফোনের কথা বলি, তাহলে এই ফোনটি রয়েছে 1 নম্বরে। এতে একটি নতুন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে যা ছবির জন্য 47% বেশি আলো ক্যাপচার করতে পারে। কোম্পানি 1.7um সেন্সর পিক্সেল ও f/1.6 অ্যাপারচার-সহ সেন্সর শিফট অপটিক্যাল স্ট্যাবিলাইজেশনও দিয়েছে এই ফোনে। এর নাইট মোড খুব দ্রুত কাজ করে।
3/8
![iPhone 13-এ আপনি একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাবেন। এতে রয়েছে f/2.4 অ্যাপারচার। এই ফোনের ক্যামেরার প্লাস পয়েন্ট এর সিনেম্যাটিক ভিডিও মোড। এই রাক ফোকাস সাপোর্ট করে। এই ফোন দিয়ে আপনি একটি সিনেমাও তৈরি করতে পারেন। সিনেম্যাটিক মোডে ক্যামেরা নিজেই ফোকাস করা শুরু করে ও বিষয় অনুযায়ী ডিফোকাস করে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
iPhone 13-এ আপনি একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাবেন। এতে রয়েছে f/2.4 অ্যাপারচার। এই ফোনের ক্যামেরার প্লাস পয়েন্ট এর সিনেম্যাটিক ভিডিও মোড। এই রাক ফোকাস সাপোর্ট করে। এই ফোন দিয়ে আপনি একটি সিনেমাও তৈরি করতে পারেন। সিনেম্যাটিক মোডে ক্যামেরা নিজেই ফোকাস করা শুরু করে ও বিষয় অনুযায়ী ডিফোকাস করে।
4/8
![Samsung Galaxy S21 Ultra: এই ফোনে একটি 108 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনে দেওয়া হয়েছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। যার মধ্যে সেকেন্ডারি ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের। এতে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। তৃতীয় ক্যামেরাটি 10-মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। যাতে রয়েছে 3X জুম। এতে আপনি পাবেন 10 মেগাপিক্সেলের চতুর্থ ক্যামেরা। ক্যামেরাটিতে রয়েছে 100X জুম ফিচার।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Samsung Galaxy S21 Ultra: এই ফোনে একটি 108 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনে দেওয়া হয়েছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। যার মধ্যে সেকেন্ডারি ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের। এতে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। তৃতীয় ক্যামেরাটি 10-মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। যাতে রয়েছে 3X জুম। এতে আপনি পাবেন 10 মেগাপিক্সেলের চতুর্থ ক্যামেরা। ক্যামেরাটিতে রয়েছে 100X জুম ফিচার।
5/8
![Google Pixel 6 Pro: এই ফোনের পিছনের প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা সেট-আপ। প্রাথমিক ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের। এটি 2.5X বেশি আলো ক্যাপচার করতে পারে। সেকেন্ডারি ক্যামেরা 12 মেগাপিক্সেলের। এ ছাড়াও রয়েছে 48 মেগাপিক্সেলের থার্ড সেন্সর। এই ক্য়ামেরা 20X সুপার রেজলিউশন জুম সাপোর্ট করে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Google Pixel 6 Pro: এই ফোনের পিছনের প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা সেট-আপ। প্রাথমিক ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের। এটি 2.5X বেশি আলো ক্যাপচার করতে পারে। সেকেন্ডারি ক্যামেরা 12 মেগাপিক্সেলের। এ ছাড়াও রয়েছে 48 মেগাপিক্সেলের থার্ড সেন্সর। এই ক্য়ামেরা 20X সুপার রেজলিউশন জুম সাপোর্ট করে।
6/8
![Huawei Mate 40 Pro: হুয়াওয়ের এই ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। Mate 40 Pro তে তিনটি ক্যামেরা সেন্সর সহ আপনি 10x অপটিক্যাল জুম পাবেন। f/4.4 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল সুপারজুম ক্যামেরা রয়েছে এই ফোনে। এর পিছনে একটি 3D ডেপথ সেন্সিং ক্যামেরাও রয়েছে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Huawei Mate 40 Pro: হুয়াওয়ের এই ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। Mate 40 Pro তে তিনটি ক্যামেরা সেন্সর সহ আপনি 10x অপটিক্যাল জুম পাবেন। f/4.4 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল সুপারজুম ক্যামেরা রয়েছে এই ফোনে। এর পিছনে একটি 3D ডেপথ সেন্সিং ক্যামেরাও রয়েছে।
7/8
![OnePlus 9 Pro : ফটোগ্রাফির জন্য OnePlus 9 Pro তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাথমিক ক্যামেরা 48 মেগাপিক্সেল। এছাড়াও 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও 8 মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে। এগুলি ছাড়াও ফোনে একটি 2 মেগাপিক্সেল লেন্স রয়েছে। ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
OnePlus 9 Pro : ফটোগ্রাফির জন্য OnePlus 9 Pro তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাথমিক ক্যামেরা 48 মেগাপিক্সেল। এছাড়াও 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও 8 মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে। এগুলি ছাড়াও ফোনে একটি 2 মেগাপিক্সেল লেন্স রয়েছে। ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
8/8
![Samsung Galaxy Note 20 Ultra: এই স্মার্টফোনে একটি বিশেষ ক্যামেরা দিয়েছে স্যামসাং। এই স্মার্টফোনের পিছনের প্যানেলে প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের। এতে এটি 5x অপটিক্যাল জুম রয়েছে। স্মার্টফোনে সেলফি তোলার জন্য 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়েছে কোম্পানি।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Samsung Galaxy Note 20 Ultra: এই স্মার্টফোনে একটি বিশেষ ক্যামেরা দিয়েছে স্যামসাং। এই স্মার্টফোনের পিছনের প্যানেলে প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের। এতে এটি 5x অপটিক্যাল জুম রয়েছে। স্মার্টফোনে সেলফি তোলার জন্য 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়েছে কোম্পানি।
Published at : 21 Dec 2021 06:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)