এক্সপ্লোর
Best Camera Phone 2021: এক নম্বরে iPhone 13 Pro Max, দেখে নিন ২০২১ সালের সেরা ক্যামেরা ফোনগুলি
Best Camera Phones 2021: কারা স্থান পেল প্রথম পাঁচে ?
1/8

Best Camera Phone 2021: পিছিয়ে থাকেনি কোম্পানিগুলি। দুর্দান্ত সব স্মার্টফোন লঞ্চ হয়েছে এই বছরে। এই ফোনগুলির মধ্যে পাওয়ারফুল ক্যামেরার কারণে শিরোনামে এসেছে কিছু ফোন। দেখে নিন ২০২১ সালের এমনই কিছু সেরা ক্যামেরা ফোন।
2/8

iPhone 13 Pro / iPhone 13 Pro Max (iPhone 13 Pro / iPhone 13 Pro Max): আমরা যদি এই বছরের সেরা ক্যামেরা ফোনের কথা বলি, তাহলে এই ফোনটি রয়েছে 1 নম্বরে। এতে একটি নতুন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে যা ছবির জন্য 47% বেশি আলো ক্যাপচার করতে পারে। কোম্পানি 1.7um সেন্সর পিক্সেল ও f/1.6 অ্যাপারচার-সহ সেন্সর শিফট অপটিক্যাল স্ট্যাবিলাইজেশনও দিয়েছে এই ফোনে। এর নাইট মোড খুব দ্রুত কাজ করে।
Published at : 21 Dec 2021 06:43 PM (IST)
আরও দেখুন






















