ওষুধ, বস্ত্র ও ব্র্যান্ডেড জুয়েলারির দাম বাড়তে পারে।
5/12
লজিস্টিকসও সস্তা হতে পারে। জিএসটি চালু হলে কোম্পানিগুলির পক্ষে আঞ্চলিক গুদাম খোলা সহজ হবে।
6/12
সিনেমার টিকিটের দামও কমতে পারে
7/12
ফ্যান, আলো, ওয়াটার হিটার, এয়ার কুলারের মতো পণ্যের দাম কমতে পারে।
8/12
রঙ ও সিমেন্টের দামও কমতে পারে।
9/12
ছোট গাড়ি, বাইক এবং এসইউভি-র দাম কমতে পারে।
10/12
প্রায় এক দশক ধরে বকেয়া থাকা জিএসটি চালু হলে বিভিন্ন ক্ষেত্রে তার সমান প্রভাব পড়বে না। অধিকাংশ উত্পাদিত পণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে জিএসটি-র আওতায় পরিষেবার দাম বৃদ্ধি পেতে পারে।যদিও ২০১৭-র এপ্রিল থেকে জিএসটি চালুর সম্ভাবনা খুব কম বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
11/12
কর কাঠামোর ক্ষেত্রে ‘এক দেশ, এক কর’, কিংবা ‘এক দেশ, এক বাজার’- নীতি অনুসারে যে জিএসটি ব্যবস্থা চালু হতে চলেছে, তা কালো টাকার রমরমা আটকাতে ফলপ্রসু হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে করকাঠামো শক্তিশালী হবে বলেও দাবি করা হচ্ছে।
12/12
সাধারণ পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালুর জন্য সংবিধান সংশোধনী বিল গত বছর মে মাসে লোকসভায় পাশ হয়েছিল। গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত গড়ে তুলে সেটি রাজ্যসভায় পাশ করাতে সক্ষম হল কেন্দ্র।