এক্সপ্লোর
পিঠে বাঁধা শিশু, মণিকর্ণিকা ছবির শ্যুটিংয়ে ৪০ ফুট উঁচু দেওয়াল থেকে লাফাতে গিয়ে জখম কঙ্গনা
1/20

সব ছবি: মানব মঙ্গলানি
2/20

এর আগেও তলোয়ার চালানোর দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে তলোয়ারের কোপে কঙ্গনার কপাল গভীরভাবে কেটে যায়। ১৫টি সেলাই পড়ে।
3/20

4/20

5/20

6/20

7/20

8/20

9/20

কঙ্গনা ছাড়া অভিনয় করছেন সোনু সুদ, সুরেশ ওবেরয়, অতুল কুলকার্নি ও অঙ্কিতা লোখান্ডে।
10/20

আগামী বছর ২৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
11/20

12/20

13/20

14/20

কঙ্গনাকে ১ সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে, ততদিন বন্ধ থাকবে শ্যুটিং।
15/20

বিমানবন্দরে দেখা গেল হাসিমুখে কঙ্গনাকে।
16/20

এক্স রে-তে দেখা যায়, লিগামেন্ট ছিঁড়েছে। এটাই ছিল ছবির শেষ বিপজ্জনক স্টান্ট দৃশ্যের শ্যুটিং।
17/20

শিশুটির দিকে নজর রাখতে গিয়ে মাটিতে ঠিকমত পা ফেলেননি কঙ্গনা। ফলে গোড়ালিতে চোট পান তিনি। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
18/20

জোধপুরের মেহরানগড় দুর্গের ৪০ ফুট উঁচু প্রাচীর থেকে পিঠে শিশু বেঁধে নীচে ঝাঁপিয়েছিলেন তিনি।
19/20

রানি লক্ষ্মীবাইয়ের দুর্গপ্রাকার থেকে লাফিয়ে পড়ার স্টান্ট করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়েছে তাঁর।
20/20

মণিকর্ণিকা- দ্য কুইন অফ ঝাঁসি ছবির শ্যুটিংয়ে স্টান্ট করতে গিয়ে চোট পেয়েছেন কঙ্গনা রানাওয়াত।
Published at : 23 Nov 2017 11:05 AM (IST)
View More






















