কিছুদিন আগে জাপান গিয়েছিলেন সলমন। সব কর্মীদের নিয়ে যেতে ভাড়া করেছিলেন ১০টা বিমান। টোকিওর সবথেকে নামী হোটেলগুলোর ১২০০ কামরা রিজার্ভ করা ছিল তাঁর ও তাঁর লোকেদের জন্য।
2/7
শুধু ফোর সিজনস হোটেলের একটা ঘরের একদিনের ভাড়া হল ভারতীয় মুদ্রায় ২,৪৮,৬৭৫ টাকা।
3/7
৮১ বছরের সলমন রাশিয়া সফরে দেখা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর প্রধানমন্ত্রী ডিমিত্রি মেদভেদেভের সঙ্গে। আলোচনা হয়েছে বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে। এই সাক্ষাৎ আর মস্কোয় থাকার জন্য সলমন একসঙ্গে বুক করেছেন রাশিয়ার সর্বাধিক মূল্যবান হোটেল ফোর সিজনস মস্কো আর দ্য রিজ কার্লটন।
4/7
আন্দাজ করা হয়, তাঁর পুরো সম্পত্তির আর্থিক মূল্য ১.৪ ট্রিলিয়ন ডলার। মানে ৯১,৬১৭,৪০০,০০০,০০০ টাকা।
5/7
বিমান থেকে রাজার নামার সময় যে সিঁড়ি ব্যবহার করা হয় তা আসল সোনার তৈরি। ওই সিঁড়ির সুরক্ষার জন্য তার ওপর যার পরত দেওয়া হয়েছে সেটাও সোনার।
6/7
সৌদি আরবের অঢেল সম্পদের উৎস বালির তলায় তেলের কুয়ো। ফলে রাজা সলমন তাঁর সঙ্গে নিয়ে এসেছেন ১,৫০০ কর্মী আর প্রচণ্ড মূল্যবান কার্পেট।