
Sange Suman: একই দিনে পশ্চিমবঙ্গে ও গুজরাতে বেআইনি বাজির বিস্ফোরণে মৃত্যুমিছিল। ববির বাড়িতে অভিষেক
পর্ব সম্পর্কিত
Ghanta Khanek Sange Suman: কোথাও ৮, কোথাও ১৮, বাংলা থেকে গুজরাত, একই দিনে বেআইনি বাজির বিস্ফোরণে মৃত্যুমিছিল।ঢোলাহাটে বীভৎস-বিস্ফোরণে মৃত্যু একই পরিবারের ৩ শিশু-সহ ৮ জনের। গুজরাতের বনসকণ্ঠায় বাজি বিস্ফোরণে ঝলসে মৃত্যু ১৮ জনের। "নিয়মিত মাসোহারা নিত পুলিশ," বললেন ঢোলাহাটের কারখানার মালিকের আত্মীয়ই। বারবার প্রতিশ্রুতিই সার, কোথায় গেল ক্লাস্টার? কোথায় গেল নজরদারি? মমতার 'গন্দা ধর্ম'-র পাল্টা হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার হুঙ্কার শুভেন্দুর। রামনবমী নিয়ে এবার ৬ তারিখ মিছিল করবে তৃণমূলও, পথে নামছেন সওকত থেকে সায়ন্তিকারা। ববির বাড়িতে ইদের অনুষ্ঠানে অভিষেক, তৃণমূলের অন্দরে নতুন সমীকরণ?
আরও খবর...
ইদের দিন ববি হাকিমের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। যা দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে--- ছাব্বিশের বিধানসভা ভোটের আগে, তৃণমূলের অন্দরে কি তাহলে নতুন সমীকরণ? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং ফিরহাদ হাকিমের সম্পর্কের শৈত্য় নিয়েও নানা মহলে গুঞ্জন শোনা যায়। বিভিন্ন ইস্য়ুতে দু'জনের পরস্পরবিরোধী মন্তব্য় সেই গুঞ্জন আরও জোরাল করেছে। ২০২১ সালে বিধানসভা ভোটের পর এক ব্য়ক্তি এক পদের পক্ষে সওয়াল করতে শুরু করে তৃণমূলের একাংশ। এনিয়ে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই, খুড়তুতো বোন। এক ব্য়ক্তি এক পদের দাবিতে সোশাল মিডিয়া পোস্ট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কিচেন ক্য়াবিনেটের সদস্য় ফিরহাদ হাকিম। অন্য়দিকে, তারপরও এক ব্য়ক্তি এক পদের দাবির পাশে দাঁড়ান খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়ে যখন তৃণমূল দ্বিধাবিভক্ত, তখনও দুই সুর শোনা গেছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং ফিরহাদ হাকিমের মুখে। ২০২৪ সালে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ক্যামাক স্ট্রিটের দফতর থেকে ফিরহাদ হাকিমের OSD-র বিরুদ্ধে একেবারে থানায় অভিযোগ দায়ের করে বলা হয়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি করছিলেন। এই আবহে ববি হাকিমে বাড়িতে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে যাওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
