Comet Pons-Brooks: আয়তনে এভারেস্টের সমান, চলতি মাসেই রাতের আকাশে দৈত্যাকার ধূমকেতু, দেখা যাবে খালিচোখেই
Science News: 2P/Pons-Brooks ধূমকেতুটি আবিষ্কার করেন ফরাসি জ্যোতির্বিদ জঁ-লুই পন্স।
নয়াদিল্লি: রাতের আকাশে এবার খালিচোখে দেখা যাবে 'দৈত্যাকার ধূমকেতু' 12P/Pons-Brooks. আগামী কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে ওই ধূমকেতু। আগামী ২১ এপ্রিল পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে। সেই সময় রাতের আকাশে খালিচোখে দেখা যাবে সেটিকে। সূর্যের দিকে ধেয়ে যাওয়ার সময় পৃথিবী থেকে দৃশ্যমান হবে 12P/Pons-Brooks ধূমকেতুটি। (Comet Pons-Brooks)
12P/Pons-Brooks ধূমকেতুটি আবিষ্কার করেন ফরাসি জ্যোতির্বিদ জঁ-লুই পন্স। ১৮০১ থেকে ১৮২৭ সাল পর্যন্ত মোট ৩৭টি ধূমকেতু আবিষ্কার করেন তিনি। তবে 12P/Pons-Brooks ধূমকেতুটি সবচেয়ে আলাদা, খালিচোখে দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু। জলীয় বাষ্প, বরফ এবং গ্যাসের সংমিশ্রণে মাথার দিকের অংশ শিংয়ের আকার ধারণ করে, যে কারণে 'Devil Comet'ও বলা হয়। ১৮১২ সালের ১২ জুলাই সেটির আবিষ্কার করেন জঁ। প্রথম দর্শনে আকারহীন উজ্জ্বল বস্তু হিসেবে ধরা দেয় সেটি। তবে সে বছর ১৫ অগাস্ট উজ্জ্বল হয়ে ওঠে। (Comet Pons-Brooks)
৬৫ থেকে ৭১ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে 12P/Pons-Brooks ধূমকেতু, এমনটাই দাবি ছিল জঁ-র। পরে, ১৮৮৩ সালের ২ সেপ্টেম্বর ব্রিটিশ-মার্কিন পর্যবেক্ষক উইলিয়াম আর ব্রুকস পূর্ণাঙ্গ রূপে ধূমকেতুটিকে দেখতে পান। সাধারণত ৭১ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে সেটি। তবে ২০ থেকে ২০০ বছরের মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করে যে সব ধূমকেতু, যার মধ্যে রয়েছে হ্যালির ধূমকেতুও, সেই গোত্রেই পড়ে 12P/Pons-Brooks ধূমকেতুটি।
আরও পড়ুন: Planet with Ocean: জলের তৈরি সমুদ্রে ঘেরা গোটা গ্রহ! বায়ুমন্ডলে জলীয় বাষ্প! কেন উৎসাহ বিজ্ঞানীদের
আকারে সেটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্খ মাউন্ট এভারেস্টের চেয়েও বড় 12P/Pons-Brooks ধূমকেতু। সেটি Cold Volcano বা Cryovolcanic ধূমকেতুু নামে পরিচিত। একটি আস্ত শহরের সমান এর আয়তন, প্রায় ৩০ কিলোমিটার। গড় হিসেবে প্রতি ৭১ বছর অন্তর, উপবৃত্তাকার পথে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ জীবিত কালে একবার সেটির দর্শন পাওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের।
১৮৮৩-১৮৮৪ সালে 12P/Pons-Brooks ধূমকেতুটি পৃথিবী থেকে ৯ কোটি ৪৩ লক্ষ কিলোমিটার দূরত্বে ছিল। ওই সময়ে রাতের আকাশে খালি চোখেই দৃশ্যমান ছিল সেটি। বাইনোকুলারের মাধ্যমে লেজ-সহ গোটা অঙ্গ দেখতে পাওয়া যায়। পশ্চিম এবং উত্তরপশ্চিম দিগন্তে ২০ ডিগ্রি কোনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ধূমকেতুটি চোখে পড়বে। ৩১ মার্চ সবচেয়ে উজ্জ্বল উপস্থিতি চোখে পড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এর পর, ২০৯৫ সালের অগাস্ট মাসে ফের রাতের আকাশে খালি চোখে দেখা যাবে 12P/Pons-Brooks ধূমকেতুকে।