Diwali 2023:'মহাজাগতিক দীপের উৎসব', দুরন্ত ছবি পোস্ট করে দীপাবলির শুভেচ্ছা নাসার
NASA Special Wishes:হাবল স্পেস টেলিস্কোপে 'গ্লোবিউলার ক্লাস্টার'-এর হালে এমনই আলোর ছটা ধরা পড়েছে। আর সেই ছবি শেয়ার করে দীপাবলির শুভেচ্ছা জানাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা
নয়াদিল্লি: ঠিক যেন আলোর মালা, তবে পৃথিবী নয়। মহাকাশে। হাবল স্পেস টেলিস্কোপে (Hubble Space Telescope) 'গ্লোবিউলার ক্লাস্টার'-এর (Globular Cluster) হালে এমনই আলোর ছটা ধরা পড়েছে। আর সেই ছবি শেয়ার করে দীপাবলির শুভেচ্ছা জানাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA Diwali Wish 2023)। এমন 'সেলিস্টিয়াল ফেস্টিভ্যাল অফ লাইটস'-র জন্য অভিনন্দন জানিয়ে নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছে তারা।
কী লিখেছে?
'সেলিস্টিয়াল ফেস্টিভ্যাল অফ লাইটস'! সহজ কথায়, মহাজাগতিক দীপোৎসব। একনজর দেখলে শব্দবন্ধটি একেবারে ঠিকঠাক বলে মনে হয়। নাসা ওই 'গ্লোবিউলার ক্লাস্টার'-এর ছবি দিয়ে লিখেছে, 'যাঁরা উদযাপন করছেন, তাঁদের প্রত্যেককে শুভ দীপাবলি।
Happy #Diwali to all those who celebrate ✨@NASAHubble captured a celestial festival of lights – a globular cluster – 30,000 light-years away from Earth, near the dense and dusty center of our own Milky Way galaxy. pic.twitter.com/JJJNAGFOnc
— NASA (@NASA) November 12, 2023
এই মহাজাগতিক দীপোৎসবকে হাবল স্পেস টেলিস্কোপ ক্যামেরাবন্দি করেছে। আমাদেরই ছায়াপথ, আকাশগঙ্গার একেবারে ঘন এবং ধূলিধূসরিত কেন্দ্রে, পৃথিবী থেকে প্রায় ৩০ হাজার আলোকবর্ষ দূরে এই গ্লোবিউলার ক্লাস্টারটির অবস্থান।' গ্লোবিউলার ক্লাস্টারটির নাম লিটল ১। ঠাসাঠাসি করা 'ব্লু স্টার'-দের নিয়ে তৈরি হয়েছে এটি। হাবলের Wide Field Camera 3-তে তার ছবি ধরা পড়ে। একেবারে নিখুঁত ছবি তুলেছে এই অত্যাধুনিক ক্যামেরা। বিজ্ঞানীদের দাবি, মানুষের চোখ আলোর যে তরঙ্গদৈর্ঘ্য দেখতে পায় না, হাবলের এই ক্যামেরা সেটিও ধরতে পারে। তাই এত দূরের ছবিও এমন নিখুঁত।
বিশদ...
'গ্লোবিউলার ক্লাস্টার'-এর অর্থ বর্তুলাকার নক্ষত্রের ঘন জমায়েত। সাধারণ ভাবে আমাদের ছায়াপথের বাইরের দিকের অংশে এগুলি বেশি দেখা যায়। তবে যে 'গ্লোবিউলার ক্লাস্টার'-এর নাসা পোস্ট করেছে, সেটা আমাদের ছায়াপথে কেন্দ্রস্থলে অবস্থিত। বিজ্ঞানীদের দাবি, এর ফলে ধুলোকণার স্তর পৃথিবী থেকে 'গ্লোবিউলার ক্লাস্টার'-র ভিউ অনেকটাই অস্পষ্ট করে দিয়েছে। তবে ইনফ্রারেড এবং রেড ভিজিবল লাইট এই ধুলোকণার স্তর ভেদ করে যেতে পারে। হাবলের Wide Field Camera 3-টি 'ভিজিবল' এবং 'নিয়ার ইনফ্রারেড ওয়েভলেংথ', দুটিই শনাক্ত করতে পারে। তাই ধুলোর মেঘের মধ্যে দিয়েও এই 'গ্লোবিউলার ক্লাস্টার'-এর ছবি তুলে আনতে পেরেছে ক্যামেরাটি।
আরও পড়ুন:সাড়ে ১৫ কোটি বছর আগে 'নিখোঁজ' মহাদেশ আজও লুকিয়ে ইন্দোনেশিয়ার ভূখণ্ডে , দাবি নয়া গবেষণায়