এক্সপ্লোর
Advertisement
দেখুন : আরও এক ‘ধোনি স্পেশ্যাল’, রান আউট সুনীল নারাইন
পুনে: আইপিএলে তাঁর ব্যাটে রান নেই বলে যে জল্পনা চলছিল, তা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে মাঠের বাইরে পাঠিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। এবার গতকাল নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে তাঁর উইকেটকিপিং দক্ষতার আরও একটি দৃষ্টান্ত দেখালেন ধোনি। তা কোনও চোখধাঁধানো স্ট্যাম্পিং বা ক্যাচ নয়। বা স্ট্যাম্পের দিকে আন্দাজে বল ছুঁড়ে দেওয়া নয়। গতকাল নাইট রাইডার্সের বিরুদ্ধে রাইজিং পুনে সুপারজায়েন্টসের উইকেটকিপার যে দক্ষতায় সুনীল নারাইনকে রানআউট করলেন তাতে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।
নাইটদের ইনিংসের তৃতীয় ওভারে ধোনি অনায়াসভাবে ফিল্ডারের ছোঁড়া বলের গতিপথ পরিবর্তন করে স্ট্যাম্পের দিকে পাঠিয়েদিলেন। যার ফল, রান আউট নারাইন।
গতকালও ওপেন করতে নেমেছিলেন নারাইন। শুরুও করেছিলেন বিধ্বংসী মেজাজে। তৃতীয় ওভারের একটি বল শর্ট ফাইন লেগে খেলেই রানের জন্য নন স্টাইকার প্রান্তের দিকে দৌড়ন গম্ভীর। নারাইনও স্ট্রাইকিং এন্ডের দিকে ছুটে আসেন রান সম্পূর্ণ করার জন্য। শর্ট ফাইন লেগে বল ধরে শার্দূল ঠাকুর বল স্টাইকিং প্রান্তের উইকেট লক্ষ্য করে ছোঁড়েন। কিন্তু তাঁর থ্রো সঠিক লক্ষ্যে ছিল না। নারাইনকে রান আউট করতে বল সরাসরি উইকেটে লাগার দরকার ছিল। ধোনি তখন শুধু মাত্র বলে ডানহাত ছুঁইয়ে সেটির গতি পরিবর্তন করে স্ট্যাম্পের দিকে পাঠিয়ে দিলেন। তখন তাঁর পিছনে ছিল স্ট্যাম্প। আর এতেই রান আউট হয়ে যেতে হয় নারাইনকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement