এক্সপ্লোর
Advertisement
কোচকে ঘৃণা করতাম, তাও ২০ বছর একসঙ্গে ছিলাম, নাম না করে বিরাটকে অভিনব বিন্দ্রা
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মতানৈক্যের জেরে কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিল কুম্বলে। তিনি প্রকাশ্যেই বলেছেন, তাঁর কোচিংয়ের ধরন বিরাটের পছন্দ নয়। কুম্বলের এই মন্তব্যের পর ট্যুইটারে নাম না করে বিরাটকে এক বার্তা দিয়েছেন প্রাক্তন শুটার অভিনব বিন্দ্রা। ২০০৮ বেজিং অলিম্পিকে সোনা জয়ী বিন্দ্রা লিখেছেন, ‘কোচ ছিলেন আমার সবচেয়ে বড় শিক্ষক। আমি তাঁকে ঘৃণা করতাম। কিন্তু তাঁর সঙ্গে ২০ বছর ছিলাম। আমি যে কথাগুলো শুনতে চাইতাম না, তিনি সেগুলোই সবসময় বলতেন।’
My biggest teachers was coach Uwe.I hated him!But stuck with him for 20 years.He always told me things I did not want to hear.#justsaying
— Abhinav Bindra (@Abhinav_Bindra) June 20, 2017
সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে থেকেই কুম্বলের সঙ্গে বিরাটের মতবিরোধের খবর জানা গিয়েছিল। বিসিসিআই-এর পক্ষ থেকে এই সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হলেও, ভারতীয় দলের কোচ ও অধিনায়কের মতপার্থক্য যে মেটেনি, সেটা কুম্বলের পদত্যাগেই স্পষ্ট। তিনি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে যাননি।
ট্যুইটারে কুম্বলে লিখেছেন, ‘আমি প্রথমবার জানতে পেরেছি, আমার কোচিংয়ের ধরন নিয়ে অধিনায়কের আপত্তি রয়েছে। ও চায় না আমি কোচের পদে থাকি। এটা জানতে পেরে আমি খুব অবাক হয়েছি। কারণ, অধিনায়ক ও কোচের আলাদা ভূমিকার গণ্ডিকে আমি সবসময় সম্মান জানিয়ে এসেছি। বিসিসিআই অধিনায়কের সঙ্গে আমার ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা করেছিল। কিন্তু আমার মনে হয়েছে সরে যাওয়াই ভাল।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। শুক্রবার প্রথম একদিনের ম্যাচ। তার আগে ভারতীয় দলে কুম্বলের পরিবর্তে অন্য কাউকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে না। সঞ্জয় বাঙ্গার, এম ভি শ্রীধররাই দল সামলাবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement