Indian Football: ফিফা-উয়েফার যৌথ উদ্যোগে ভারতে তৈরি অত্যাধুনিক অ্যাকাডেমি উদ্বোধনে আর্সেন ওয়েঙ্গার
AIFF-FIFA Academy: ২১ নভেম্বর ভারতে এই অ্যাকাডেমির উদ্বোধন করা হবে।
ভুবনেশ্বর: ভারতে ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলার তৈরির জন্য ফিফার বিরাট উদ্যোগ। ভুবনেশ্বর ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ও ফিফার (FIFA) তরফে যুগ্ম প্রচেষ্টায় তৈরি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন হতে চলেছে। এই বিশ্বমানের অ্যাকাডেমি উদ্বোধনের কথা সোশ্যাল মিডিয়া মারফত জানান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)।
ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের (টিডিএস) অধীনে এই অ্যাকাডমিটি থাকবে। ২১ নভেম্বরই এই অ্যাকাডেমির উদ্বোধন হতে চলেছে। ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলাদের তৈরি করতে ভুবনেশ্বরে ফিফা অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত নেওয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন পট্টনায়েক। ওড়িশার মুখ্যমন্ত্রী লেখেন, 'ওড়িশা সরকার খেলার উন্নতির স্বার্থে সব ধরনের সহায়তা করার জন্য তৎপর। আমাদের ফুটবল খেলোয়াড়দের জন্য যাতে সেরা পরিকাঠামো দেওয়া যায়, সেই লক্ষ্যে এআইএফএফের সঙ্গে একত্রিত হয়ে আমরা কাজও করছি।'
Glad to share that @FIFAcom has chosen #Bhubaneswar to set up India's first #AIFF-FIFA Talent Academy to nurture football talents in the country. #Odisha Govt is committed to provide all support for growth of the sport and we are working in close partnership with @IndianFootball… pic.twitter.com/AiCWJWyglj
— Naveen Patnaik (@Naveen_Odisha) November 15, 2023
ফিফার টিডিএস প্রোগ্রামের মাধ্যমে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাঁদের অন্তর্গত ফেডারেশনগুলির সঙ্গে জুটি বেঁধে কাজ করে যাতে তাদের জাতীয় দলগুলির গুণগত মান আরও উন্নত করা যায়। এর জন্য সবরকম সাহায্যও করে তারা। ভারতে এই অ্যাকাডেমিটির উদ্বোধন করবেন কিংবদন্তি আর্সেনাল কোচ তথা ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গার।
জার্সি বদল
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার, ১৬ নভেম্বর ভারতীয় দল নিউজ়িল্যান্ডের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ দেখতে ওয়াংখেড়তে একগুচ্ছ তারকার সমাবেশ ঘটেছিল। ভিভ রিচার্ডস, সিদ্ধার্থ মলহোত্র থেকে মুকেশ আম্বানি, বিভিন্ন ক্ষেত্রের তারকারা উপস্থিত ছিল। খেলা দেখতে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। আর ঘরের মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকরও।
বেকহ্যাম ও সচিন, দুই কিংবদন্তি একে অপরের সঙ্গে দেখা করেন এবং বেশ খানিকটা সময় একে অপরের সঙ্গে কথাও বলেন। দুই কিংবদন্তি তারকা টিম ইন্ডিয়া ও ইন্টার মায়ামির জার্সি অদল বদলও করেন। ডেভিড বেকহ্যাম ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার। যে আমেরিকান ক্লাবের হয়ে আবার লিওনেল মেসিও খেলেন। সেই দলের মেসি লেখা ১০ নম্বর জার্সিই সচিনের হাতে তুলে দেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি তরফে সোশ্যাল মিডিয়ায় উক্ত ঘটনার ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'ঐতিহাসিক জার্সি অদলবদল।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সচিনের হাতে মেসির জার্সি তুলে দিলেন বেকহ্যাম, ভারতের জার্সি উপহার দিলেন তেন্ডুলকর