এক্সপ্লোর
কাল সামনে আইজল, লিগ শীর্ষে থাকার লড়াই ইস্টবেঙ্গলের

আইজল: কাল আই লিগের ১০ নম্বর ম্যাচে আইজল এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এখনও লিগের শীর্ষে ট্রেভর জেমস মর্গ্যানের দল। আইজলের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখাই উইলিস প্লাজা, ইভান বুকেনিয়াদের লক্ষ্য। এবারের আই লিগের প্রথম ম্যাচে বারাসতে আইজলের সঙ্গে কোনওরকমে ড্র করেছিল ইস্টবেঙ্গল। গুরবিন্দর সিংহের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর শেষমুহূর্তে গোল শোধ করে দলের মান বাঁচান বুকেনিয়া। লাল-হলুদের এই বিদেশি ডিফেন্ডার বেশ ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। রক্ষণ সামলানোর পাশাপাশি তিনি গোলও করছেন। আইজলের বিরুদ্ধেও বিপক্ষের জালে বল জড়াতে তৈরি তিনি। খালিদ জামিল বরাবরই ইস্টবেঙ্গলের গাঁট। মর্গ্যান সে কথা ভালভাবেই জানেন। ম্যাচের আগের দিন তাই তিনি বলেছেন, ‘আইজল এই মরসুমে ভাল খেলছে। কাল আমাদের কঠিন ম্যাচ।’ ইস্টবেঙ্গলের অধিনায়ক লালরিনডিকা রালতে মিজোরামের ছেলে। আইজলের পরিবেশ তাঁর পরিচিত। তাই দলকে জেতানোর জন্য বাড়তি উদ্যম দেখাতে চান লাল-হলুদের আদরের ডিকা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















