World Cup: কাতার বিশ্বকাপ দেখতে যাচ্ছেন? মাঠে ঢোকার আগে সাবধান!
Fifa World Cup: এবছরের ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে কাতারে। সেখানে আপনি খেলা দেখতে যাবেন ভাবছেন? তবে একটি বিষয় কিন্তু আপনাকে জেনে নেওয়া উচিত।
দোহা: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ম্য়াচ দেখতে যাচ্ছেন? ইতিমধ্যেই টিকিট কাটা হয়ে গিয়েছে। গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ আপনি করতেই পারেন, কিন্তু সাবধান থাকবেন। একটি কাজ কিন্তু কোনওভাবেই করবেন না তিনি। মেগা টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে। তবে আইন-কানুন নিয়ে কোনও আপোস করতে রাজি নয় সরকার। তাই একটি বিষয় বিশেষ নিশেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্টেডিয়ামে গ্যালারিতে বসে মদ্যপান নিষিদ্ধ
কাতার একটু ইসলামিক দেশ। আর তাই কাতারে প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। সেই নিয়মই বহাল থাকছে বিশ্বকাপের সময়ও। যদি আপনি গ্যালারিতে বসে মদ্যপান করেন, তবে কিন্তু আপনাকে কড়া শাস্তির মুখ পড়তে হতে পারে। সে দেশের রাজধানী দোহার আল বিদ্দা পার্কের মূল ফিফা ফ্যান জোনের নির্দিষ্ট কিছু অংশে নির্ধারিত সময়ে বিয়ার কিনতে পারবেন দর্শকরা। কিন্তু প্রকাশ্যে নৈব নৈব চ।
আর কয়েক সপ্তাহের অপেক্ষা। এরপরই কাতারে (Qatar) বসতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপের (Football World Cup) আসর। গোটা বিশ্ব থেকে ৩২ টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। প্রতিবার বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে আয়োজক দেশে প্রায় উৎসব শুরু হয়ে যায়। সেখানে ফুটবল জ্বরে মাতোয়ার সমর্থকরা খেলার পরেও বিভিন্ন কার্যকলাপে অংশ নেন। চলে দেদার পার্টি, লেট নাইট জাগা, উন্মাদনা। তবে এবার কাতার বিশ্বকাপে অনেক কিছুতেই বিধিনিষেধ রয়েছে।
কাতার বিশ্বকাপের জন্য স্টেডিয়াম তৈরির সময় থেকেই অনেক বিতর্ক জন্ম নিয়েছিল। প্রচুর শ্রমিক মারা গিয়েছিলেন সেই সময়। এবার খেলা দেখতে আসা বাইরের দর্শকদের জন্য থাকছে কিছু নিষেধাজ্ঞা। বিবাহ বহির্ভূত সম্পর্কের ওপর থাকছে টুর্নামেন্টে নিষেধাজ্ঞা। কোনওভাবেই এই ধরণের সম্পর্কে লিপ্ত হতে পারবেন না কেউ। সেক্ষেত্রে কড়া শাস্তিও ভোগ করতে হবে পারে। এরকম ঘটনায় যদি কেউ ধরা পড়েন, তবে তাঁর ৭ বছরের জেল হতে পারে। বিশ্বকাপ ফুটবল মানেই দেখা যায় ম্যাচ শেষে রাতভর পার্টি। কিন্তু কাতারে তা নিষিদ্ধ।
আরও পড়ুন: টানা ২৭ ম্যাচ জয় টুর্নামেন্টে, উইম্বলডনে অষ্টমবার ফাইনালে জকোভিচ