(Source: ECI/ABP News/ABP Majha)
ভুল সিদ্ধান্তের শিকার! ক্রিজেই দাঁড়িয়ে ইউসুফ পাঠান, প্যাভিলিয়নের রাস্তা দেখালেন রাহানে
ব্যাটের সঙ্গে কোনও সংস্পর্শই হয়নি। বল গ্লাভসেও লাগেনি। তাহলে কেন আউট দেওয়া হল?
ভদোদরা: রঞ্জিতে মুম্বইয়ের কাছে ৩০৯ রানে হার বরোদার। শর্দূল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, শামস মুলানি, শশাঙ্ক আত্রাদের বোলিং ব্রিগেডের কাছে কার্যত আত্মসমর্পণ করেন ক্রুণাল পাণ্ড্য, ইউসুফ পাঠানরা। যদিও নিজের আউটের সিদ্ধান্তে একেবারেই খুশি নন বরোদার ব্যাটসম্যান ইউসুফ। দ্বিতীয় ইনিংসের ৪৮তম ওভারে শশাঙ্কের বলে ক্যাচ আউট হন ইউসুফ। ব্যাট-প্যাডের আপিলে সাড়া দিয়ে বরোদা ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার। এই সিদ্ধান্তেই বেজায় চটেছেন ব্যাটসম্যান। ব্যাটের সঙ্গে কোনও সংস্পর্শই হয়নি। বল গ্লাভসেও লাগেনি। তাহলে কেন আউট দেওয়া হল?
— Mushi Fan forever (@NaaginDance2) December 12, 2019
আম্পায়ারের সিদ্ধান্তে হতবাক পাঠান। ভুল সিদ্ধানেতর শিকার হয়ে মাঠই ছাড়তে চাইছিলেন না তিনি। ঠায় দাঁড়িয়ে রইলেন ক্রিজেই। এরপর মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে এসে ইউসুফ পাঠানকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। এই ভিডিও পোস্ট হতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।