Ashes 2022: সিডনি টেস্টের আগে করোনা আক্রান্ত গোলাপি টেস্টের জনক ম্যাকগ্রা
Ashes 2022: এর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে প্রাক্তন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলে তাঁর স্ত্রী জেন ম্য়াকগ্রা। যার স্মৃতিতে এই টেস্ট।
সিডনি: আগামী বুধবার থেকে সিডনিতে শুরু হতে চলেছে অ্যাশেজের চতুর্থ টেস্ট। সেই ম্যাচ পিঙ্ক টেস্ট নামেই পরিচিত। এর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে প্রাক্তন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলে তাঁর স্ত্রী জেন ম্য়াকগ্রা। যার স্মৃতিতে এই টেস্টকে গোলাপি টেস্ট নামে ডাকা হয়। সিডনি টেস্টের তৃতীয় দিনটি জেন ম্যাকগ্রা দিবস হিসেবে পালিত হয়। কিন্তু সিডনি টেস্ট শুরুর আগে খারাব খবর। করোনা আক্রান্ত হলেন গ্লেন ম্যাকগ্রা। ফলে তিনি হয়ত সিডনিতে সেই ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না।
পিঙ্ক টেস্টের বিশেষত্ত্ব সেদিন ক্রিকেটার থেকে শুরু করে মাঠকর্মী, ধারাভাষ্যকার ও দর্শকরাও গোলাপি পোশাক পরে মাঠে নামেন। ম্যাকগ্রার এই উদ্যোগকে সমর্থন জানিয়ে এসেছেন ক্রিকেটাররা অনেকগুলো বছর ধরে। স্তন ক্যানসারে যাঁরা আক্রান্ত, তাঁদের চিকিৎসার অর্থ তুলতেই এই টেস্টটি বিশেষ ভাবে পরিচিত। আগামী ৫ জানুয়ারি সিডনি টেস্ট শুরু হচ্ছে। ৭ জানুয়ারি সেই নির্দিষ্ট দিনটির আগে যদি ম্যাকগ্রার করোনা রিপোর্ট নেগেটিভ আসে, তবেই একমাত্র মাঠে উপস্থিত থাকতে পারবেন তিনি।
এদিকে, করোনা আক্রান্ত হয়ে অ্যাশেজের চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ট্রাভিস হেড। তাঁর বদলি হিসেবে এবার সিডনি টেস্টে অস্ট্রেলিয়া (australia) স্কোয়াডে ঢুকে পড়লেন উসমান খোয়াজা (Usman Khawaja)। প্রায় ২ বছর পর ফের জাতীয় দলে ডাক পেলেন এই বাঁহাতি তারকা ব্যাটার। আগামী বুধবার থেকে শুরু অ্যাশেজের (ahses) চতুর্থ টেস্ট। ২০১৯ সালে ইংল্যান্ডে হওয়া অ্যাশেজে শেষবার অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে নেমেছিলেন খোয়াজা। দলে ডাক পাওয়ার পর খোয়াজা বলেন, ''দলে ডাক পেলে খুব ভাল লাগে। আমি প্রায় এক মাসের ওপর হল খেলার মধ্যে নেই। তবে আশা করি সময়টা আর দীর্ঘ হবে না। সিডনিতে ব্যাট করার সুযোগ পেলে ও ১ ঘণ্টা কাটিয়ে দিতে পারলে আশা করি আমার পক্ষে সুবিধা হবে ছন্দ খুঁজে পাওয়া।'' তিনি আরও বলেন, ''আমার মনে হয় এই ম্যাচকে সুযোগ হিসেবে নিতে হবে আমাকে। হেডের জায়গায় আমাকে দলে নেওয়া হয়েছে। আশা করি আমি শতরান পাব, বা এমন কিছু করতে পারব যাতে অস্ট্রেলিয়াকে সুবিধেজনক জায়গায় নিয়ে যেতে পারি।''