(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ENG: রাঁচি টেস্টে বেয়ারস্টোকে ফেরাতেই অনন্য রেকর্ডের মালিক হলেন অশ্বিন
Ravichandran Aswin Record: কিছুদিন আগেই টেস্টে ৫০০ উইকেটের মালিক হয়েছেন অশ্বিন। রাঁচিতে নিজের টেস্ট কেরিয়ারের ৯৯ তম ম্য়াচ খেলতে নেমেছেন তারকা স্পিনার।
রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। এদিন ম্য়াচে জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দেন অশ্বিন লেগবিফোর করে। আর তার সঙ্গে সঙ্গেই টেস্টে এক অনন্য রেকর্ডের মালিক হয়ে গেলেন অভিজ্ঞ এই অফস্পিনার। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম কোনও ভারতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হলেন অশ্বিন (Ravichandran Aswin)। কিছুদিন আগেই টেস্টে ৫০০ উইকেটের মালিক হয়েছেন অশ্বিন। সেখানেই এই মাইলস্টোন স্পর্শ করলেন অশ্বিন।
ম্য়াচের প্রথম দিনের প্রথম সেশনে টেস্টে অভিষেক হওয়া আকাশ দীপ একাই ৩ উইকেট তুলে নিয়েছিলেন। এরপর জনি বেয়ারস্টোর উইকেট হারায় ইংল্যান্ড। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ ব্য়বহার করে ভারতীয় দল। আর তাতেই দেখা যায় যে লেগবিফোর আউট হয়েছেন ইংরেজ ব্যাটার। সেই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেটের মালিক হয়ে যান অশ্বিন। ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একশো বা তার বেশি সংখ্যক উইকেট নিয়েছেন অশ্বিন। অজিদের বিরুদ্ধে মোট ১১৪ উইকেট নিয়েছেন তামিলনাড়ুর স্পিনার। টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ১০৩৫ রান করেছেন অশ্বিন। ইংরেজদের বিরুদ্ধে একশো উইকেট ও হাজার রানের মালিক হয়েছেন এর আগে তিনজন। তাঁরা হলেন, গ্যারি সোবার্স, মন্টি নভেল ও জর্জ গিফিন।
জয় শাহ নিজের ট্যুইটারে অশ্বিনকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ''আরও একটি রেকর্ড গড়ে ফেলেছেন অশ্বিন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে একশো বা তার বেশি সংখ্যক উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি।''
Setting new records yet again, @ashwinravi99 has made history by becoming the first Indian to take 100 test wickets against England. His outstanding performance further cements his status as one of the greatest spin bowlers in cricket history. His extraordinary feat underscores… pic.twitter.com/jETUhpe3Mf
— Jay Shah (@JayShah) February 23, 2024
এদিকে, রাঁচি টেস্টের প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ৩০২ রান তুলে ফেলল ইংল্যান্ড। শতরান হাঁকালেন জো রুট। এদিনের শুরুটা কিন্তু একেবারেই এমন হয়নি। প্রথম সেশনে রীতিমত পাল্লা ভারী ছিল ভারতের। তিন উইকেট তুলে নেন আকাশ দীপ। এরপর একটি করে উইকেট ভাগ করে নেন জাডেজা ও অশ্বিন। রুট একদিন এরপর সেট হতে থাকেন। কিন্তু অন্যদিকে আরও ২ টো উইকেট পড়ে। বেন ফোকস ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। দিনের শেষে ওলি রবিনসনের সঙ্গে ক্রিজে আছেন রুট। তিনি অপরাজিত আছেন ১০৬ রান করে। রবিনসন ৩১ রানে অপরাজিত।