(Source: ECI/ABP News/ABP Majha)
IND VS PAK, Match Preview: বাবরদের বিরুদ্ধে বিশ্বকাপে হারের বদলা কি নিতে পারবে ভারত?
Aisa Cup 2022, Match 2, IND Vs PAK: এই ম্যাচে দুই দলের দুই সেরা বোলার শাহিন আফ্রিদি এবং যশপ্রীত বুমরা চোটের কারণে নেই। তাতে স্বাভাবিকভাবেই দুই দলের শক্তিই কিছুটা হলেও কমেছে।
দুবাই: আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই দুবাইয়ের আন্তর্জাতিক ময়দানে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। দুই পড়শি দেশের ম্যাচ নিয় কোনওদিনই উত্তেজনার ঘাটতি থাকে না। এখন তো বড় টুর্নামেন্ট বাদে দ্বিপাক্ষিক সিরিজও খেলে না দুই দল। তাই স্বাভাবিকভাবেই বহুদিন আগে থেকেই এশিয়া কাপের (Asia Cup 2022) এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই একই ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেইবার ১০ উইকেটে ভারতকে পর্যদুস্ত করেছিল টিম ইন্ডিয়া। এ বার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার হাতছানি। তবে অতীতের কথা একেবারেই মনে রাখতে চান না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সাংবাদিক সম্মেলনে ম্যাচের আগের দিন বলেন, 'আগে যা হয়েছে, তা অতীত। আমরা এখন এক একটি ম্যাচ করে সামনের দিকে এগোতে চাই। সেই দিকেই আমাদের নজর। দলের সকলেই এই ম্যাচের জন্য ফুটছে। আমরা অবশ্য এখনও ম্যাচের একাদশ নির্ধারণ করিনি। আমরা পিচ দেখে তবেই শেষমেশ দল ঘোষণা করব।'
এই ম্যাচে অবশ্য দুই দলের দুই সেরা বোলার শাহিন আফ্রিদি এবং যশপ্রীত বুমরা নেই। তাতে স্বাভাবিকভাবেই দুই দলের শক্তিই কিছুটা হলেও কমেছে। তবে ম্যাচের উত্তেজনায় তাতে কোনওরকম ভাটা পড়েনি। খুশির খবর হল ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এই ম্যাচের আগেই করোনা সারিয়ে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব নেওয়া ভিভিএস লক্ষ্মণ ফিরেছেন দেশে। তিনি ভারতীয় 'এ' দলকে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত করবেন। সবমিলিয়ে বলাই যায় ভারত-পাকিস্তান মহারণে মঞ্চ প্রস্তুত। এবার দেখার ম্যাচে কে, কেমন খেলেন। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী অতীতে সাক্ষাৎকারের পরিসংখ্যানগুলি।
ভারত-পাকিস্তান কতবার মুখোমুখি হয়েছে এশিয়া কাপে?
এশিয়া কাপে মোট ১৪ বার ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হয়েছে।
ভারত বনাম পাকিস্তান ম্যাচের ফলাফলগুলি?
অতীতে ১৪ বার সাক্ষাৎকারে ভারত আটটি ও পাকিস্তান পাঁচটি ম্যাচ জিতেছে। একটি খেলা অমীমাংসিতই থেকে গিয়েছে। শেষ ছয়বারের মধ্যে অবশ্য পাঁচবারই এই ম্যাচে জয়ী হয়েছে ভারতীয় দল।
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সর্বাধিক রানসংগ্রাহক কে?
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে শোয়েব মালিক সর্বাধিক রানের মালিক। তাঁর মোট সংগ্রহ ৪৩২ রান।
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সর্বাধিক উইকেটসংগ্রাহক কে?
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সঈদ আজমলের মোট আটটি উইকেট বোলারদের মধ্যে সর্বাধিক।
আরও পড়ুন: মিয়াঁদাদের লাফ থেকে ডাম্বুলায় হরভজন-শোয়েবের কথা কাটাকাটি, ভারত-পাক ম্যাচের কুখ্যাত লড়াইগুলি