Asian Games 2023: ১৬-০ গোলে জয় দিয়ে অভিযান শুরু ভারতীয় হকি দলের, রোয়িংয়ে সাফল্যের ধারা অব্যাহত
Asian Games: এখনও পর্যন্ত এশিয়ান গেমসের প্রথম দিনে পাঁচটি পদক জিতে নিয়েছে ভারত।
![Asian Games 2023: ১৬-০ গোলে জয় দিয়ে অভিযান শুরু ভারতীয় হকি দলের, রোয়িংয়ে সাফল্যের ধারা অব্যাহত Asian Games 2023: Indian Men's hockey team thrash Uzbekistan 16-0, medals galore in rowing Asian Games 2023: ১৬-০ গোলে জয় দিয়ে অভিযান শুরু ভারতীয় হকি দলের, রোয়িংয়ে সাফল্যের ধারা অব্যাহত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/819f845d32b23d8290c7b449c339afcf1695549763469507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) শুরুটা দুরন্তভাবে করল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬-০ স্কোরলাইনে দাপুটে জয় পেল ভারত। ভারতের হয়ে তিন তিনজন খেলোয়াড় হ্যাটট্রিক করেন। ললিত উপাধ্য়ায় এবং বরুণ কুমার উভয়ই ভারতের হয়ে চারটি করে গোল করেন। মনদীপ সিংহও হ্যাটট্রিক করেন।
এই জয়ের মাধ্যমে শুরুতেই ভারতীয় দল বাকি দলগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দল যে এবারের এশিয়ান গেমসে সোনা জয়ের অন্যতম বড় দাবিদার, তা বলাই বাহুল্য। এদিন ম্যাচের শুরু থেকেই ভারতীয় দল নিজেদের দাপট দেখায়। প্রথম কোয়ার্টারেই ললিত এবং বরুণ দুইজনেই গোল হাঁকান। তবে প্রথম কোয়ার্টার কেবল শুরু ছিল। দ্বিতীয় কোয়ার্টারে গোলের বন্যা বয়ে যায়। পাঁচটি গোল করে ভারত।
অভিষেক, মনদীপ ও ললিত সকলেই গোল করেন। মনদীপ সিংহ নিজের দুরন্ত ফর্ম বজায় রাখেন। তিনি জোড়া গোল করেন। প্রথমার্ধ শেষ হয় ভারতের পক্ষে ৭-০ স্কোরলাইনে। তবে বড় স্কোরলাইনে এগিয়ে থাকলেও, তৃতীয় কোয়ার্টারে ভারতীয় দল কিন্তু নিজেদের আক্রমণের ঝাঁঝ কমায়নি। বরুণ, সুখজিৎ এবং অমিত রোহিদাস সকলেই গোল করেন। ভারত ১০- এগিয়ে যায়। ললিত ও সুখজিৎ ফের একবার গোল করে ভারতের এক ডজন গোল পূর্ণ করেন।
ম্যাচের শেষ কোয়ার্টারে বরুণ কুমার জোড়া গোল করেন। এতেও সন্তুষ্ট হয়নি ভারতীয় দল। ম্যাচ শেষ হওয়ার আগে আরও দু'টি গোল করেন মনদীপরা। গোল পান সঞ্জয়। ১৬-০ জেতে ভারতীয় দল।
#TeamIndia 🇮🇳 breeze past Uzbekistan with 16 goals in the opening encounter of the 19th Asian Games Hangzhou 2022.
— Hockey India (@TheHockeyIndia) September 24, 2023
We march on! 🔥
Next Match:
📅 26th Sept 6:30 AM IST.
📍Hangzhou, China.
📺 Streaming on Sony LIV and Sony Sports Network.
Image Credit: @19thAGofficial… pic.twitter.com/2gC8LZmbU0
অপরদিকে, রোয়িংও একাধিক পদক পেয়েছে ভারতীয় দল। শুরুটা করেছিলেন অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংয়ের জুটি। পুরুষদের রোয়িং লাইটওয়েট ডাবলস স্কালসে রূপো জিতলেন তাঁরা। বাবু লাল যাদব ও লেখ রামের জুটি জেতে ব্রোঞ্জ পদক। ছয় মিনিট ৫০.৪১ সেকেন্ডে রেস শেষ করেন তাঁরা। এইট রোয়িংয়ে রুপো জেতে ভারত। সবমিলিয়ে এখনও পর্যন্ত রোয়িং থেকেই এসেছে তিনটি পদক। ইতিমধ্যেই গেমসের প্রথম দিনে পাঁচ পদক জিতে নিয়েছে ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)