AUS vs SL, T20I: ১৭ বলে ৫৯! রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা, মুগ্ধ মালিঙ্গারা
T-20 World Record: শেষ ১৭ বলে ৫৯ রান করে অজি বোলিং আক্রমণকে চুরমার করে দিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। গড়লেন নতুন নজির।
পাল্লেকেলে: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলেন দাসুন শনাকারা (Dasun Shanaka)। যে ম্যাচে ১৭ বলে ৫৯ রান করে অজি বোলিং আক্রমণকে চুরমার করে দিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। গড়লেন নতুন নজির।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে রেকর্ড গড়ে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেল দ্বীপরাষ্ট্র। সেইসঙ্গে রান তাড়া করার সময় প্রথম খেলোয়াড় হিসেবে ডেথ ওভারে ৫০ রানের বেশি করলেন দাসুন শনাকা।
শনিবার সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুটা তেমন ভালো না হলেও নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৭৬ রান তোলেন অজিরা। ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। ২৩ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস। শ্রীলঙ্কার হয়ে চার ওভারে ২৫ রান দিয়ে দু'উইকেট নেন মাহিশ তিকসানা (Maheesh Theekshana)।
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয় শ্রীলঙ্কার। তবে পরপর উইকেট হারিয়ে একটা সময় প্রবল চাপে পড়ে যায়। শেষ চার ওভারে ৬৫ রান বাকি ছিল। ১৭ তম ওভারে ছয় রান ওঠে। শেষ ৩ ওভারে বাকি ছিল ৫৯ রান।
তারপরই বিধ্বংসী ইনিংস শুরু করেন শনাকা। ১৮ তম ওভারে ওঠে ২২ রান। ১৯ তম ওভারে ওঠে ১৮ রান। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১৯ রান। একটা সময় সেই অঙ্কটা দাঁড়ায় - চার বলে ১৯ রান। সেখান থেকে দুটি চার এবং একটি ছক্কা মারেন শনাকা। শেষ বলে এক রান বাকি ছিল। ওয়াইড করেন কেন রিচার্ডসন। এক বল বাকি থাকতেই চার উইকেটে নিয়মরক্ষার ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। ২৫ বলে অপরাজিত ৫৪ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন শনাকা। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে শেষ তিন ওভারে সবচেয়ে বেশি রান করে ম্যাচ জিতল কোনও দিল। যে কীর্তি শ্রীলঙ্কার ঝুলিতে জমা পড়ল।
One of the best T20I finishes I’ve ever witnessed👏🇱🇰
— Lasith Malinga (@ninety9sl) June 11, 2022
That was some brutal hitting skip @dasunshanaka1😍
Timed the innings perfectly. Keep playing like this and the team will follow💪
Good to carry some momentum into the ODIs❤️#SLvAUS
শ্রীলঙ্কার জয় দেখে উচ্ছ্বসিত লাসিথ মালিঙ্গা। ট্যুইটারে তিনি লেখেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে আমার দেখা অন্যতম সেরা ফিনিশ। ওয়ান ডে সিরিজের আগে ছন্দ পেয়ে গেল দল'।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই স্টুয়ার্ট ব্রডের পাব, মানসিকভাবে বিধ্বস্ত, জানালেন ইংরেজ পেসার