এক্সপ্লোর
Advertisement
বলবন্তের জোড়া গোল, পিছিয়ে পড়েও জয় মোহনবাগানের
কলকাতা: আই লিগে পরপর দুটি ম্যাচে ড্রয়ের পর জয়ে ফিরল মোহনবাগান। আজ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ডিএসকে শিবাজিয়ন্সকে ৩-১ গোলে হারিয়ে দিল সঞ্জয় সেনের দল। জোড়া গোল করে ম্যাচের নায়ক বলবন্ত সিংহ। পেনাল্টি থেকে অপর একটি গোল করেন কাটসুমি। এই জয়ের ফলে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে ইস্টবেঙ্গলের পরেই দ্বিতীয় স্থানে বাগান।
এদিন অবশ্য ম্যাচের শুরুটা খুব একটা ভাল করতে পারেননি সনি নর্দে, কাটসুমিরা। গোল না হওয়ায় চাপ বাড়ছিল। তার উপর ৩৩ মিনিটে মিলন সিংহ গোল করে শিবাজিয়ন্সকে এগিয়ে দেন। এরপর সঞ্জয়ের একটি পরিবর্তনই ম্যাচের রঙ বদলে দেয়। ৩৬ মিনিটে শেহনাজ সিংহকে তুলে প্রবীর দাসকে নামান সবুজ-মেরুন কোচ। এই মাস্টারস্ট্রোকই জয় এনে দিল। প্রবীর নামতেই চাপে পড়ে যায় শিবাজিয়ন্স। ৪২ ও ৪৪ মিনিটে পরপর দুটি গোল করে দলকে এগিয়ে দেন বলবন্ত।
প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে ছিল সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করছিলেন সনি, বলবন্তরা। ম্যাচের শেষদিকে বক্সের মধ্যে পরিবর্ত জেজেকে ফাউল করেন গৌরমাঙ্গি সিংহ। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কাটসুমি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement