এক্সপ্লোর
Advertisement
‘মাঁকড়িং’ বিতর্কে হস্তক্ষেপের অভিপ্রায় নেই, মন্তব্য বোর্ড কর্তার
নয়াদিল্লি: স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে কোনওরকম 'জ্ঞান' দেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনই জানিয়েছেন বিসিসিআইয়ের এক পদস্থ আধিকারিক। আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক অশ্বিনের মাঁকড়িং আউট নিয়ে বিতর্ক চলছে। এরই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন বোর্ডের ওই আধিকারিক।
গতকাল সোমবারের ম্যাচে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা বাটলার বোলিংয়ের সময় ক্রিজ ছেড়ে এগিয়ে গেল অশ্বিন রান আউট করে দেন। তাঁর এই আউট ঘিরে ক্রিকেট বিশ্বে জোর বিতর্ক দেখা দিয়েছে। অশ্বিনের এই কাজ খেলার স্পিরিটের পরিপন্থী কিনা, তা নিয়ে জোর বিতর্ক চলছে।
অশ্বিন এই বিতর্কের পরিপ্রেক্ষিতে বলেছেন, খেলার নিয়ম মেনেই তিনি ওই আউট করেছেন। যদিও রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড অ্যাম্বেসাডর শেন ওয়ার্ন ও কোচ প্যাডি আপটন অশ্বিনকে একহাত নিয়েছেন। তাঁরা অশ্বিনের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এই বিতর্কে হস্তক্ষেপের কোনও প্রয়োজনই দেখছে না বিসিসিআই।
বোর্ডের এক পদস্থ আধিকারিক বলেছেন, 'খেলার স্পিরিট নিয়ে অশ্বিনকে জ্ঞান দেওয়ার তো কোনও প্রশ্নই নেই। খেলার আইনে যা অনুমোদিত রয়েছে, তা করেছেন অশ্বিন। খেলার আইন মেনেই খেলোয়াড়রা যাতে প্রতিদ্বন্দ্বিতা করেন, তা নিশ্চিত করতে তো মাঠে আম্পায়ার ও ম্যাচ রেফারি থাকেন।তাই এ বিষয়ে বিসিসিআই কোনওভাবেই জড়াবে না। আর শেন ওয়ার্ন কথা বললে ভোলা চলবে না যে, তিনি রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড অ্যাম্বেসাডর, কোনও নিরপেক্ষ পর্যবেক্ষক নন'।
এরইমধ্যেই আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা ট্যুইট করে বলেছেন, চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল যে, এই টুর্নামেন্টে ‘মাঁকড়েড’ করা হবে না। তিনি বলেছেন, অধিনায়ক ও ম্যাচ রেফারিদের ওই বৈঠকে চেয়ারম্যান হিসেবে তিনি উপস্থিত ছিলেন।বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে, ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে এলে বোলার সৌজন্যের খাতিরে রান আউট করবেন না। তবে আইপিএলের কোন মরশুমের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নির্দিষ্ট করে জানাননি তিনি।
ধোনি হলে এমনটা কি করতেন, এই প্রশ্নের উত্তরে বিসিসিআইয়ের ওই আধিকারিক বলেছেন, 'এমএস এমনটা হয়ত করতেন না। কিন্তু তার অর্থ কি অশ্বিন ভুল করেছেন? তিনি এমন একজন যিনি নিয়ম-কানুন খুব ভালো জানেন এবং সবসময়ই ফাঁকফোকরের ব্যবহার করবেন। এক্ষেত্রে কিছুই করার নেই'।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement