এক্সপ্লোর
Advertisement
আইসিসি-র কাছ থেকে ৪০৫ মিলিয়ন ডলার পাচ্ছে বিসিসিআই
নয়াদিল্লি: আইসিসি-র রাজস্ব বণ্টন সংক্রান্ত নতুন কাঠামো অনুসারে ৪০৫ মিলিয়ন মার্কিন ডলার পেতে চলেছে বিসিসিআই। প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ২৯৩ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছিল আইসিসি। কিন্তু দীর্ঘ আলোচনার পর আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বিসিসিআই-এর প্রাপ্য অর্থের পরিমাণ বাড়াতে রাজি হয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পরেই বিসিসিআই-এর কাছ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। ইসিবি পাবে ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১২৮ মিলিয়ন মার্কিন ডলার করে পাবে। জিম্বাবোয়ে পাবে ৯৪ মিলিয়ন মার্কিন ডলার।
আইসিসি-র রাজস্ব বণ্টনের নতুন কাঠামোর বিরোধী ছিল বিসিসিআই। কিন্তু ১-১৩ ভোটে হার হওয়ায় এই কাঠামোই মেনে নিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, তাঁরা প্রথমে ৫৭০ মিলিয়ন মার্কিন ডলার দাবি করেছিলেন। কিন্তু মনোহর সেই দাবি মানেননি। তবে আইসিসি-র মোট রাজস্বের ২২.৮ শতাংশ পাচ্ছে বিসিসিআই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement