এক্সপ্লোর
লোঢা বিরোধিতায় অনড় বোর্ড
![লোঢা বিরোধিতায় অনড় বোর্ড Bcci To Wait Till Dec 5 Associations Told To Have Plan B লোঢা বিরোধিতায় অনড় বোর্ড](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/02205259/Supreme-Court_Anurag-Thakur-580x344.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিসিসিআই-কর্তাদের গদি অটুট থাকবে কি না, সে সিদ্ধান্ত এখন সুপ্রিম কোর্টের হাতে৷ ৫ ডিসেম্বর, সোমবার ভারতীয় ক্রিকেটের আর-একটা জাজমেন্ট ডে৷ সুপ্রিম কোর্টে লোঢা কমিটি বোর্ডের শীর্ষকর্তাদের সরানোর যে আবেদন করেছে, তার রায় সেদিন৷ তার আগে লোঢা বিরোধিতায় অনড় বোর্ড৷
শুক্রবার নয়াদিল্লিতে বিশেষ সাধারণ সভায়ও বোর্ডকর্তাদের এক সুর, লোঢা কমিটির সবকটি সুপারিশ মানা সম্ভব নয়৷ বোর্ডসূত্রে জানানো হয়েছে, ‘৫ তারিখের আগে লোঢা সুপারিশ নিয়ে কোনও সিদ্ধান্ত নেবে না বোর্ড৷ তার আগে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে, তা আদালত অবমাননার সামিল হতে পারে৷ তবে, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত যদি বোর্ডের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে প্ল্যান বি তৈরি করে রাখতে বলা হয়েছে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে৷ সুপ্রিম কোর্ট যা রায় দেবে, তাই মেনে চলতে হবে আমাদের৷ সেই মতো বোর্ডের সংবিধানেও রদবদল আনতে হবে৷’
এর আগে বোর্ডের শীর্ষকর্তাদের সরানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় লোঢা কমিটি৷ প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাইকে বোর্ডের কাজে নজরদারির দায়িত্ব দেওয়ারও প্রস্তাব দেয় তারা৷ ৫ ডিসেম্বর সেই মামলার রায়৷ গদি বাঁচবে কি বোর্ডকর্তাদের? না কি, আমূল বদলে যাবে ভারতীয় ক্রিকেট প্রশাসনের চেহারাটা? উত্তর মিলবে ৫ তারিখ৷ সবার নজর সেদিকেই৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)