এক্সপ্লোর
শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মৌমাছি-হানা, মাঠেই শুয়ে পড়লেন ক্রিকেটাররা!
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/28195015/Bee-attack.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
1/5
![ডারহাম: ফের বিশ্বকাপের ম্যাচ চলাকালীন বিঘ্ন। কিছুক্ষণের জন্য স্থগিত হল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচ। তবে, এই বিঘ্ন কোনও বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়। বরং, শুক্রবার মৌমাছির হানায় নাজেহাল হয় দুদেশের ক্রিকেটাররা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/28194926/wc-sl-sa-bee-attack-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডারহাম: ফের বিশ্বকাপের ম্যাচ চলাকালীন বিঘ্ন। কিছুক্ষণের জন্য স্থগিত হল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচ। তবে, এই বিঘ্ন কোনও বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়। বরং, শুক্রবার মৌমাছির হানায় নাজেহাল হয় দুদেশের ক্রিকেটাররা।
2/5
![এদিন, শ্রীলঙ্কা ও প্রোটিয়াদের মধ্যে ম্যাচ চলছিল ডারহামের চেস্টার-লে-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে। ম্যাচের তখন ৪৮ ওভার। শ্রীলঙ্কা ব্যাটিং করছিল। ক্রিজে ছিলেন ইসুরু উডানা ও সুরঙ্গা লাকমল। আচমকা, মাঠে হানা দেয় একঝাঁক মৌমাছি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/28194702/bee-attack-4b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন, শ্রীলঙ্কা ও প্রোটিয়াদের মধ্যে ম্যাচ চলছিল ডারহামের চেস্টার-লে-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে। ম্যাচের তখন ৪৮ ওভার। শ্রীলঙ্কা ব্যাটিং করছিল। ক্রিজে ছিলেন ইসুরু উডানা ও সুরঙ্গা লাকমল। আচমকা, মাঠে হানা দেয় একঝাঁক মৌমাছি।
3/5
![পরিস্থিতি এমন হয় যে মাঠেই শুয়ে পড়েন ক্রিকেটাররা। অদ্ভুত বিষয় হল, এদিন মৌমাছির পাল শুধুমাত্র পিচের কাছে ঘোরাফেরা করছিল। ফলে, ক্রিকেটাররা আতঙ্কিত হলেও, দর্শকদের মধ্যে কোনও প্রভাব পড়েনি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/28194656/bee-attack-4c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরিস্থিতি এমন হয় যে মাঠেই শুয়ে পড়েন ক্রিকেটাররা। অদ্ভুত বিষয় হল, এদিন মৌমাছির পাল শুধুমাত্র পিচের কাছে ঘোরাফেরা করছিল। ফলে, ক্রিকেটাররা আতঙ্কিত হলেও, দর্শকদের মধ্যে কোনও প্রভাব পড়েনি।
4/5
![মৌমাছির হানায় মাঠে উপস্থিত দর্শকরাও কিছুটা আনন্দ উপভোগ করেন। কারণ, অনেকের মতে, এই ইনিংসে একটিইমাত্র আকর্ষণীয় অংশ ছিল। তা হল, মৌমাছির হানা। যা নিয়ে টুইটারে বেশ মজাদার রসিক মন্তব্যও করেন অনেকে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/28194651/bee-attack-4a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মৌমাছির হানায় মাঠে উপস্থিত দর্শকরাও কিছুটা আনন্দ উপভোগ করেন। কারণ, অনেকের মতে, এই ইনিংসে একটিইমাত্র আকর্ষণীয় অংশ ছিল। তা হল, মৌমাছির হানা। যা নিয়ে টুইটারে বেশ মজাদার রসিক মন্তব্যও করেন অনেকে।
5/5
![প্রসঙ্গত, এই দুই দলের মধ্যে ম্যাচের সময় আগেও একবার মৌমাছি হানা দিয়েছিল। ২০১৭ এপ্রিলে ওয়ান্ডারার্সে পিঙ্ক ডে একদিনের ম্যাচের সময় একইভাবে হানা দিয়েছিল মৌমাছির দল। সেবারেও কিছুক্ষণের জন্য ম্যাচ স্থগিত ছিল।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/28194645/wc-sl-sa-bee-attack-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রসঙ্গত, এই দুই দলের মধ্যে ম্যাচের সময় আগেও একবার মৌমাছি হানা দিয়েছিল। ২০১৭ এপ্রিলে ওয়ান্ডারার্সে পিঙ্ক ডে একদিনের ম্যাচের সময় একইভাবে হানা দিয়েছিল মৌমাছির দল। সেবারেও কিছুক্ষণের জন্য ম্যাচ স্থগিত ছিল।
Published at : 28 Jun 2019 07:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)