এক্সপ্লোর
শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মৌমাছি-হানা, মাঠেই শুয়ে পড়লেন ক্রিকেটাররা!
1/5

ডারহাম: ফের বিশ্বকাপের ম্যাচ চলাকালীন বিঘ্ন। কিছুক্ষণের জন্য স্থগিত হল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচ। তবে, এই বিঘ্ন কোনও বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়। বরং, শুক্রবার মৌমাছির হানায় নাজেহাল হয় দুদেশের ক্রিকেটাররা।
2/5

এদিন, শ্রীলঙ্কা ও প্রোটিয়াদের মধ্যে ম্যাচ চলছিল ডারহামের চেস্টার-লে-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে। ম্যাচের তখন ৪৮ ওভার। শ্রীলঙ্কা ব্যাটিং করছিল। ক্রিজে ছিলেন ইসুরু উডানা ও সুরঙ্গা লাকমল। আচমকা, মাঠে হানা দেয় একঝাঁক মৌমাছি।
Published at : 28 Jun 2019 07:52 PM (IST)
View More






















