এক্সপ্লোর
Advertisement
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ের আগে লাল বলে ব্যাটিং অনুশীলন বিরাটের
লন্ডন: অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে সমস্যা হচ্ছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে শূন্য রানে আউট হয়েছেন। কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ। তাই টেকনিকের ঘাটতি পূরণ করার জন্য আজ লাল বলে ব্যাটিং অনুশীলন করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একদিনের ম্যাচের আগে কোনও ব্যাটসম্যান সাধারণত লাল বলে অনুশীলন করেন না। কিন্তু বিরাট এক্ষেত্রেও ব্যতিক্রম।
আজ ভারতীয় দলের অনুশীলনের শুরুতেই নেটে চলে যান বিরাট। সেখানে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও থ্রো-ডাউন বিশেষজ্ঞ রাঘবেন্দ্র থ্রো-ডাউন করাচ্ছিলেন। সেখানেই ২৫ মিনিট ধরে অনুশীলন করেন বিরাট। বাঙ্গার তাঁকে লাল বলে থ্রো-ডাউন করান। শ্রীধর ও রাঘবেন্দ্র অবশ্য সাদা বলেই থ্রো-ডাউন করান। এরপর কিছুক্ষণ উমেশ যাদব ও স্পিনারদের বলে ব্যাটিং অনুশীলন করেন ভারতের অধিনায়ক।
এদিনের অনুশীলনে ভারতের প্রধান কোচ অনিল কুম্বলে বেশিরভাগ সময়ই কাটান অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে। পরে হার্দিক পাণ্ড্য ও যশপ্রীত বুমরাহকে দিয়ে স্পট-বোলিংও করান কুম্বলে। গোটা অনুশীলন পর্বে ভারতের কোচ ও অধিনায়ককে কথা বলতে দেখা যায়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement