এক্সপ্লোর
Advertisement
কোপায় ব্যর্থতা, কোচ দুঙ্গাকে ছেঁটে ফেলল ব্রাজিল
ব্রাসিলিয়া: সাম্বা ফুটবলের লজ্জা! বিশ্বকাপে জার্মান মেশিনের হাতে ভুলুন্ঠিত হয়েছিল সেলেকাও ফুটবলের গৌরব৷ কোপা আমেরিকায় ফিরল সেই লজ্জা৷ গ্রুপ লিগ থেকে বিদায়৷ আর, দলের ন্যক্কারজনক পারফরমেন্সের জেরে চাকরি গেল কোচ দুঙ্গার৷
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে একটি বিবৃতিতে এদিন জানানো হয়েছে, কোপা আমেরিকায় ব্রাজিলের বিপর্যয়ের জেরে দলের কোচিং স্টাফদের অপসারনের সিদ্ধান্ত নিয়েছি আমরা৷
পেরুর কাছে সেলেকাওদের বিতর্কিত হারের পরই মঙ্গলবার দুঙ্গার সঙ্গে বৈঠক করেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্যরা৷ তারপরই আনুষ্ঠানিকভাবে দুঙ্গাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ যদিও, অপসারনের কথা আগাম আঁচ করতে পেরেই দুঙ্গা বারবার বলে আসছিলেন, তিনি চাকরি যাওয়ার ভয় পান না৷ মৃত্যু ছাড়া কোনওকিছুতেই ভয় নেই তাঁর৷
২০১৪-এর ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে ধ্বংস হয়েছিল নেইমার-হীন ব্রাজিল৷ দু’বছর পর ফের বেড়িয়ে পড়ল তার কঙ্কালসার চেহারা৷ পেরুর রুইদিয়াজের গোল নিয়ে বিস্তর জলঘোলা৷ যা উস্কে দিয়েছে হ্যান্ড অফ গড বিতর্কও৷ তবুও, প্রশ্নটা উঠেই গিয়েছে, সাধারণ মানের ফুটবল খেলে কতদূর এগোবে সেলেকাও ব্রিগেড? শেষ পর্যন্ত বিদায় ব্রাজিল৷ আর, ফুটবলের চরম ট্র্যাজেডির দিনে ফের অজস্র প্রশ্ন ভিড় করে আসছে ফুটবল-প্রেমীদের মাথায়, যোগা বেনিতোর শিল্প কবে ফিরবে ফুটবলের স্বর্গে? ধ্বংসস্তূপ সরিয়ে ফের কবে উঠে দাঁড়াবে ব্রাজিল?
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement