এক্সপ্লোর
ত্রিনিদাদে তরুণ ব্রিটিশ ক্রিকেটারকে গুলি করে খুন, শোকাহত গেইল

পোর্ট অফ স্পেন: ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার অ্যাড্রিয়ান সেন্ট জনকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। ২২ বছরের অ্যাড্রিয়ান লন্ডনে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইলের অ্যাকাডেমির হয়ে খেলতেন। বিবিসি-র খবর অনুযায়ী, গত রবিবার ক্রিনিদাদে নিজের এক বন্ধুর জন্য গাড়ি থামিয়ে অপেক্ষা করছিলেন। এই সময়ই একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। তাঁর কাছ থেকে সব কিছু লুঠপাট করে নেয় তারা। এরপর অ্যাড্রিয়ানকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অ্যাড্রিয়ানের মৃত্যুকে গভীর শোকপ্রকাশ করেছেন গেইল। সোমবার এক ট্যুইট বার্তায় গেইল লেখেন, এই খারাপ খবর শুনে খুবই মর্মাহত। আমি অ্যাড্রিয়ানের পরিবারকে সমবেদনা জানাই। অ্যাড্রিয়ান অ্যাকাডেমির অধিনায়ক ছিল।
Such sad news to hear. My condolences to his family & friends. Adrian St John was the captain of the academy. #Sigh pic.twitter.com/Pg4OAmEMC6
— Chris Gayle (@henrygayle) April 11, 2016
গেইলের অ্যাকাডেমির এক কার্যকর্তা ডোনেভান মিলার বলেছেন, এই ঘটনা মেনে নেওয়া খুব মুশকিল। একজন ভালো মানুষকে এভাবে কীভাবে হত্যা করা সম্ভব! মিলার আরও বলেছেন, অ্যাড্রিয়ান বড় ক্রিকেটার হতে চেয়েছিল। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















