এক্সপ্লোর
Advertisement
ডি ককের পাল্টা বাটলারের দুরন্ত ব্যাটিং, মুম্বইকে ৪ উইকেটে হারাল রাজস্থান
মুম্বইয়ের হয়ে ৫২ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন কুইন্টন ডি কক। পাল্টা ৪৩ বলে ৮৯ রান করেন বাটলার।
মুম্বই: ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে ৪ উইকেটে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থানের জয়ে বড় অবদান থাকল তারকা ব্যাটসম্যান জোস বাটলারের। মুম্বইয়ের হয়ে ৫২ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন কুইন্টন ডি কক। পাল্টা ৪৩ বলে ৮৯ রান করেন বাটলার। শেষদিকে ৭ বলে ১৩ রান করে অপরাজিত থেকে রাজস্থানকে জেতান শ্রেয়াস গোপাল।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৭ রান করে মুম্বই। ডি ককের পাশাপাশি ভাল ব্যাটিং করেন অধিনায়ক রোহিত শর্মা (৪৭)। হার্দিক পাণ্ড্য ১১ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার তিন উইকেট নেন।
বড় রান তাড়া করতে নেমে বাটলারের সঙ্গে ইনিংসের শুরুটা ভাল করেন রাজস্থানের অধিনায়ক অজিঙ্কা রাহানে (৩৭)। সঞ্জু স্যামসন করেন ৩১ রান। শেষদিকে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে জয় আসে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement